![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়াতুল্লাহ মুজতাহিদী (রহ): হাদিসের বর্ণনা অনুযায়ী দশটি কারণে আমাদের হৃদয়ের মৃত্যু হয় এবং এ কারণে আমাদের দোয়াসমূহ কবুল হয় না।
প্রথম: মহান আল্লাহকে চেনার পরও তাঁর অধিকার আদায় করি না (নামাজ, রোজা, হজ্ব, যাকাত, খুমস… প্রদান না করা)
দ্বিতীয়: আমরা মনে করি যে, আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু তার সুন্নতসমূহ পরিত্যাগ করি।
তৃতীয়: পবিত্র কুরআন তিলাওয়াত করি, কিন্তু সেই মোতাবেক আমল করি না।
চতুর্থ: আমরা মহান আল্লাহর নেয়ামত ভক্ষণ করি, কিন্তু তাঁর শুকরিয়া আদায় করি না।
পঞ্চম: আমরা বলি যে, শয়তান আমাদের শত্রু, কিন্তু তার সাথে একমত পোষণ করি।
ষষ্ঠ: আমরা বলি যে, জান্নাত রয়েছে, কিন্তু সেখানে পৌঁছানোর চেষ্টা করি না।
সপ্তম: আমরা বলি যে, জাহান্নাম রয়েছে, কিন্তু সেখান থেকে বাচার চেষ্টা করি না।
অষ্টম: আমরা জানি যে, মৃত্যু অনিবার্য কিন্তু এর জন্য প্রস্তুত নই।
নবম: আমরা অন্যের দোষ-ত্রুটি খুঁজতে ব্যস্ত, কিন্তু নিজেদের দোষ-ত্রুটি ভুলে গেছি।
দশম: আমরা মৃতদের দাফন করি, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করি না।
©somewhere in net ltd.