নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগে নতুন নতুন ধর্মীয় কাহিনী এবং ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন।

ইসলামের আলর পথেে

ইসলামের আলর পথেে › বিস্তারিত পোস্টঃ

কীভাবে জনগণের ভালবাসা অর্জন করবেন, সুস্থা থাকবেন, ধন-সম্পদ ও আয়ু বৃদ্ধি করবেন এবং পরকালে রাসূল (সা.)-এর প্রতিবেশী হবেন

২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৪


হযরত ইমাম আলী (আ.) ইরশাদ করেন:

এক ব্যক্তি হযরত মুহাম্মাদ (সা.) এর কাছে এসে বললো:

আমাকে এমন কিছু শিক্ষা দিন যার কারণে আল্লাহ আমাকে পছন্দ করবেন, জনগণও আমাকে ভালবাসবে এবং আল্লাহ আমার ধন সম্পদ বৃদ্ধি করবেন ও আমাকে সুস্থতা দান করবেন আর আমার আয়ু বৃদ্ধি পাবে এবং আমার পুনরুত্থান আপনার সাথে হোক।

তিনি বললেন: যা কিছু তুমি বলেছো তা ছয় টি যা অন্য ছয় টি বিষয়ের উপর নির্ভশীল।

1. যদি চাও আল্লাহ তোমাকে পছন্দ করুক তাহলে আল্লাহ কে ভয় কর ও আল্লাহ ভীরু হও।
2. যদি চাও জনগণ তোমাকে পছন্দ করুক তাদের প্রতি দয়াবান হও এবং অন্যের সম্পদের ওপর নজর দিয়ো না।
3. যদি চাও তোমার সম্পদ বৃদ্ধি পাক তার যাকাত আদায় কর।
4. যদি চাও আল্লাহ তোমাকে সুস্থ-সবল রাখুক সদকা দান কর।
5. যদি চাও আল্লাহ তোমার আয়ু বৃদ্ধি করুক আত্মীয়তা সম্পর্ক বজায় রাখ।
6. যদি চাও আল্লাহ তোমার পুনরুত্থান আমার সাথে করুক তাহলে আল্লাহর দরবারে অধিক সিজদা কর।

সূত্র: আ'লামুদ্দিন, পৃষ্ঠা: ২৬৮ এবং বিহারুল আনওয়ার, খণ্ড: ৮৫ পৃষ্ঠা: ১৬৪ হাদিস নং: ১২।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.