![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীনের পাঁচটি মূল স্তম্ভ "সালাওয়াত" -এর মধ্যে রয়েছে:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম
اللّٰهُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُم
তাওহিদ হ'ল; "اللّٰهُمَّ" (আল্লাহুম্মা)
নবুয়াত হ'ল; "صلّ علی محمّد" (সাল্লি আলা মুহাম্মাদ)
ইমামত হল "و آل محمّد" (ওয়া আলে মুহাম্মাদ)
অর্থাৎ আমিরুল মুমিনিন (আ এবং তাঁর এগারো সন্তান;
আর যেহেতু আপনি মুহাম্মাদ (সা ও আলে মুহাম্মাদের (সা
অর্থাৎ তাঁর পরিবারের হক পূর্ণ করেছেন, সুতরাং তা হ'ল "এদালত";
এবং একজন মুক্তিদাতা ও ত্রাণকর্তার আবির্ভাবের জন্য অপেক্ষা এবং পুনরুত্থান ও কিয়ামতে ঈমান বা বিশ্বাস করা হ'ল; "وَ عَجِّلْ فَرَجَهُم" (ওয়া ‘আজ্জিল ফারাজাহুম)
اللّٰهُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ عَجِّلْ فَرَجَهُم
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম
©somewhere in net ltd.