![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত ফাতিমা (সা. আ.) পিতার উম্মতের উদ্দেশে বলেছেন: আল্লাহ ঈমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এ ছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা। আর তিনি আমাদের সঙ্গে বন্ধুত্বকে করেছেন ইসলামের জন্য সম্মানের মাধ্যম।
তিনি আরও বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে, তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
মহানবীর (সা) স্ত্রী আয়শা বিনতে আবুবকর বলেছেন: কথা-বার্তায় ও চাল-চলনে রাসুলে খোদার সঙ্গে সবচেয়ে বেশি যার মিল দেখা যেত তিনি হলেন ফাতিমা। ফাতিমার প্রতি মহানবীর ভালবাসা ও স্নেহ এত গভীর ছিল যে যখনই তিনি ফাতিমাকে দেখতেন তখন বলতেন: আমি ফাতিমার কাছ থেকে বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি।
©somewhere in net ltd.