নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

শুরুতেই হোঁচট...!!

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০





প্রথম দিন টা খুব বাজে ভাবে গেলো ২০১৩ সালের।এটা কখনো আশা করিনি, কিন্তু তাই হয়ে গেলো...



কেউ একজনকে অনিচ্ছাসত্ত্বেও সেদিন খুব কষ্ট দিল, আসলে সিয়াম নিজে ও চাইনি এমন টা হোক। কিন্তু কিভাবে যেন হয়ে গেলো বুঝতে পারলো না। ব্যাপারটা সিয়াম যত সহজ ভেবেছিলো, সিমি ততটা সহজভাবে নেয়নি। এটা নিতান্তই সিয়ামের ভাবনার ব্যার্থতা ছাড়া কিছুই না।



রাত ১১ টায় সিমি অনলাইনে আসল। সিয়াম তাকে একটু আগে ভাগেই নতুন বছরের শুভেচ্ছা জানালো। সিমি বলল ঠিক রাত ১২ টায় আমাকে সে উইশ করবে।



রাত ১২ টায় সে অনলাইনে এসে আমাকে উইশ করল আমি তখনও অফিসে কাজ করছি!! কিছুক্ষন কথা বলার পর সিমি চলে গেলো আর বলল রাতে যেন ফোন না করি। আমি তখনও তেমন কিছুই ভাবিনি।



রাতে বাসায় ফিরল, ফোন দিলো কিন্তু সে ফোন রিসিভ করেনি। মেসেজ পাঠালাম রিপ্লাই দেয়নি। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কিছুই হল না, ওই মেসেজ এর উইশ পর্যন্তই আমাদের থাকতে হল।



সকালে সিয়াম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলো আর উঠেই অফিসে দৌড় দিল। সকাল ১১ টায় সিমি অনলাইনে এসে আমাকে জিজ্ঞেস করল ফোন কেন করলাম না?



বললাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ফোন করতে পারিনি। নতুন বছরের প্রথম বেলা থেকে একের পর এক বিষাদ প্রশ্ন আসতে থাকে, আমিও বেশ মুচড়ে যাই।



অবশেষে সন্ধ্যার পর সিমি অনলাইনে এসে, আমাকে যথেষ্ট বকাঝকা করে অনেক কান্নাকাটি করে চলে গেলো। যাওয়ার আগে আমাকে বলে গেলো আর কোন দিন সে অনলাইনে আসবে না।



ওই দিনই নাকি সিমির শেষ দিন অনলাইনে আসা। কিন্তু আমার সমস্যা সে বুঝেনি অথবা তার একরোখা ভালোবাসাকে আমি আমার কাজের সাথে গুলিয়ে ফেলেছি। আর বুঝলে ও বা কি হতো?





সিমি তো আশা করে তার প্রিয় মানুষটা এমন একটা দিনে ফোন দিবে একটু নিজেদের মধ্যে সুখ দুঃখ শেয়ার করবে কিন্তু হল না। আর তাই দুঃখ ভরা মন নিয়ে ওই একটা দিন তাকে পার করতে হল।





আর আমি নির্বোধ এর মত সারাটা দিন অফিসে কাটিয়ে দিলাম। মনের মাঝে শত কষ্টের বেদনা গুলো নীল হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল সব কিছু ছেড়ে দিয়ে ওই মানুষ টার কাছে ছুটে যাই। মনের সমস্ত ভালবাসার জমানো কথা গুলো প্রিয় মানুষটাকে খুলে বলি।





কিন্তু চাইলেই তো আর হবে না, আমরাও যে কঠিন বাস্তবের সাথে যুদ্ধ করছি সেটাও তো মাথায় রাখতে হবে। আসলে আমাদের জীবনে প্রেমটা আনেক্সপেক্টেড এরর...!! মাঝে মাঝে প্রেম টা মনে হয় খুব দ্রুত গতি ধারন করে আবার মাঝে মাঝে থমকে দাড়ায়।



মনে হই এই বুজি সবকিছু শেষ হয়ে গেলো।







কষ্ট পাওয়ার হিসাবটা দুজনে সমানে সমানে। কিন্তু কে বুঝে কার মনের ভিতরে ঢুকে। সিমি কতটা জানে নতুন বছরের সূর্য্যটা আমার কাছে উঠেনি, ডুবে আছে। আমার আকাশ সমান, সে নিজেকে কি দেখতে পেয়েছে আমার বিস্তীর্ন আয়নায়?











বিঃদ্রঃ আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কাসাফাদ্দৌজা নোমান ভাইকে যিনি আমার জীবনের প্রথম এই ছোট গল্পের পেছনে উনার

অসাধারণ সাহায্যের জন্য...।















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

নোমান নমি বলেছেন: হুমমম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

আবু হেনা আল মাসুদ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.