নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক তবে........

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক এটা আমরা ও চাই।

আমি এই আন্দোলনের সামিল হতে চাই...যদি ও সশরীরে উপস্থিত হতে পারছি না শাহবাগে

তবুও আমি তীব্র নিন্দা জানাই কাদের মোল্লার এই রায়ে...





তবে একটা কথা মনে রাখবেন এই আন্দোলনের স্লোগান এটা হওয়া উচিত নয় যে ইসলাম কে প্রতিহত করা।

কয়েকজন ফ্রেন্ড কে দেখলাম স্ট্যাটাস দিচ্ছে বি,এন,পি নাকি ভাঙ্গনের পথে...

তো এতে আপনার ইন্টারেস্ট কি?

যেই টা নিয়ে আন্দোলন করছেন ওই টার উদ্দেশ্য হাসিল করুন।

এতে করে আন্দোলনের ক্ষমতা হারিয়ে ফেলবেন বলে দিলাম।।





গুটি কয়েকজন ইসলাম পন্থী মুখোশধারী জন্য পুরো ইসলাম কে আপনি খারাপ বলতে পারেন না।

ইসলামের বিরুদ্ধে কেউ যদি একটি কথা বলেন তবে তার জন্ম একটা মুসলিমের ঘরে হয়েছে কিনা আমি সন্দিহান।

এটা ভাবা ঠিক হবে না যে ইসলামের মধ্যে খারাপ নেই

-অবশ্যই আছে।

দয়াকরে তাদের কে প্রতিহত করার চেষ্টা করুন কিন্তু পুরো ইসলাম কে নয়।





ইতিমধ্যে অনেকেই হয়ত মনে মনে ভাবছে এই রাজাকার আবার কোত্থেকে আসলো?

তবে এই কথাটা বলে রাখি আমার শরীরে এক জন প্রকৃত মুক্তিযোদ্ধার রক্ত বহমান...!!



বিঃ দ্রঃ স্ট্যাটাসটি শুধু মাত্র সহমত প্রকাশের জন্য কার সাথে বিতর্কে যাওয়ার জন্য নহে...!!

বিতর্ক করতে চাইলে স্ট্যাটাস থেকে দূরে থাকুন।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

ধ্রুব মহাকাল বলেছেন: সহমত ।কিছু আবাল খালি বিএনপি এর পাছায় লাইগা থাকে ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

ম্যাংগো পিপল বলেছেন: ইসলামের বিরুদ্ধে কেউ যদি একটি কথা বলেন তবে তার জন্ম একটা মুসলিমের ঘরে হয়েছে কিনা আমি সন্দিহান।
সুতরাং পাপ কে নয় পাপিকে ঘৃণা করুন।এটা ভাবা ঠিক হবে না যে ইসলামের মধ্যে খারাপ নেই
-অবশ্যই আছে।
দয়াকরে তাদের কে প্রতিহত করার চেষ্টা করুন কিন্তু পুরো ইসলাম কে নয়।

+++++++

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই আন্দোলনের স্লোগান ইসলাম প্রতিহত করা আপনাকে কে বললো? এইসব ভুয়া চিন্তা ধারা বাদ দেন X(

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ছোটো মানুষ বলেছেন: সব জায়গায় ধর্ম নিয়া টানাটানি করেন কেন? কে বলছে আপনাকে যে ইসলাম খারাপ? খারপ হইছে পাকি জারজ জাশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.