নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বাহার ভাইয়ের আইন......।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

বাসে করে ঢাকা যাচ্ছেন বাহার ভাই। হঠাৎ করে অন্য এক যাত্রী চিৎকার দিয়ে বলে উঠল, "ওই ড্রাইভার বাস থামা, হাগা ধরছে,

হাগা...হাগা"



পিছন দিক থেকে আরেক যাত্রী বলে উঠল, "ওই মিয়া, অভদ্রের মত হাগা হাগা কইয়া চিল্লান ক্যান? কইলেই তো হয় বাথরুমে যামু বাস থামান"



প্রথম যাত্রীঃ নিচে দিয়া যখন চাপ

আসে তখন আমার মুখ দিয়া স্টাইলের কথা বাইর হয় না, হাগাই বাইর হয়...



দ্বিতীয় যাত্রীঃ বাসে আরও লোক

আছে, মহিলা আছে ... তাদের

সামনে হাগা হাগা কইরা চিল্লাইতে লজ্জা লাগেনা?



প্রথম যাত্রীঃ আমার হাগারে আমি যা খুশী কমু,আপনেরে জিগাইয়া কইতে হইব...দরকার হইলে কাঁচা গু কইয়া ডাকমু।



দ্বিতীয় যাত্রীঃ আপনের কথা শুইনা তো মনে হয় হাগার সাথে আপনার বহুদিনের প্রেম...



পাশ থেকে এক বয়স্ক লোক বলল, "এই জীবনে কত কিছু দেখলাম কিন্তু পায়খানা লইয়া ঝগড়া করতে কাউরে দেখি নাই, মরার

আগে যে আরও কত কিছু দেখমু"



অবশেষে ড্রাইভার বাস থামাইয়া বলল, "যান ভাই নিচে নাইমা যত খুশী হাগেন, বাস এর মধ্যে ত গু

ছুড়াছুড়ি কইরা বাসটারে শেষ

কইরা দিলেন"



দ্বিতীয় যাত্রী বিড়বিড় করে বলল, "দেশে আইন কানুন বলতে কিছুই নাই, যার যা খুশী করতেছে, যেখানে খুশী বাথরুম করতেছে, এই পায়খানা নিয়া একটা আইন করা উচিৎ"



বাহার ভাই বললো,"ভাই,মানুষ খুন কইরাও শাস্তি হয় না, আপনার হাগার আইন কেডা মানব"



দ্বিতীয় যাত্রীঃ "ওই মিয়া চুপ থাকেন আজাইরা কথা কইয়েন না"



বাহার ভাইঃ আচ্ছা ঠিক আমি আর কিছু বললাম না, তবে আসল কথা হইল, বাস কিন্তু এখন হাগার

দখলে! :P



ফেবু থেকে সংগৃহীত

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

নাফীস কাজী বলেছেন: চরম +++++++ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

সেচ্ছাসেবক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-& :-& =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-& :-& :-& :-& :-& :-& :-& :-& :-& =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

বাকপ্রবাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.