নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসিদের জল্পনা কল্পনা...!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আস্তিক আর নাস্তিক,রাজাকার আর রানীকার যে যাই বলেন।

দেশের অবস্থা ক্রমশ অবনতি হইতেছে।

নিজের স্বার্থ নয়তো অন্যের স্বার্থ।কিন্তু দেশের কি লাভ?



আজ পর্যন্ত হয়েছে কি কোন সুরাহা?হবে ও না।তবে আর যাই হোক দেশে সহিংসতা বেড়েছে।

সাধারন জনমনে আতংক সৃষ্টি হয়েগেছে।ঘর থেকে পা ফেলাটা এখন দুস্কর হয়ে পরেছে।

এই ভাবে চলতে থাকলে জন জীবন বিপর্যস্ত হয়ে পরবে।

কিন্তু জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। ফলাফল যাই আসুক না কেন তাতে শান্তি আসবে না।



তবে আমি এবং আমরা যারা হাজারও প্রবাসী আছি আমাদের মন টা আজ ছোট হয়ে আছে।

নিজেদের পরিবার ছেড়ে জিবিকার তাগিদে আমরা যারা প্রবাসী হয়ে আছি তারাও তো প্রিয় জনের মুখ দেখার জন্য উন্মুখ হয়ে আছি।

কিন্তু আমাদের এই আকুলতা নেহায়েত বিপদ্গ্রস্তগামি হতে চলছে।দেশের যেই অবস্থা বিরাজ করছে এতে করে সাধারন ভাবে চলাফেরা করাটাও কঠিন।



আর একটি কথা দেশের এই ক্রান্তিকালে আওয়ামীলীগ বিএনপি ভূলে যান।

যে যেখানে আছেন সেখান থেকে বাকী সবাই কে বুকে টেনে নিন না হলে এর দায় কিন্তু আপনাকে আমাকে নিতে হবে।

এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি। দেশের মধ্যে যেমন শত্রু আছে দেশের বাইরেও আছে।



প্রিয় জনের সাথে প্রিয় মাতৃভূমিতে মুক্তাঙ্গনে চলতে চাই।

এই আমার দেশ। আমার বাংলাদেশ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.