![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD
2010 এর কথা ফেনী ডায়াবেটিক হাসপাতালে আমি,আম্মা এবং ছোট মামা।
সেই বার আম্মা প্রথমবারের মত খুব বেশী অসুস্থ হয়ে পরেছিলেন।আমি চিটাগাং থেকে সোজা ফেনী হাসপাতালে চলে আসলাম।
আম্মা আমাকে দেখে মনে হয়েছিল অর্ধেকটা সুস্থবোধ করতে শুরু করলেন।
তার পরে ডাক্তারের সাথে কথা বলে বুজলাম আম্মা কে সব সময় হাসি খুশি
রাখতে হবে।তাই তখন থেকে চেয়েছিলাম সব সময় আম্মাকে হাসি খুশি রাখতে।মজার মজার সব কান্ড কীর্তি করে থাকতাম।
আমি আর ছোট মামা।এমনকি ছোট মামার গার্লফ্রেন্ড কেও নিয়ে আসছিলাম হাসপাতালে মজার কাহিনী করার জন্য।
কিন্তু আজ আম্মার এই অসুস্থতার মাঝে আমি ও নেই পাশে, ছোট মামা ও নেই,নেই মামার গার্ল ফ্রেন্ড টা ও।
ছোট বোনটা এখন আম্মার পাশে পরম বন্ধু হিসাবে সেবা করে যাচ্ছে।
এমন পোড়া কপালি মা আমার নিজের এমন দুঃসময়ে দুইটা ছেলের একটারও মুখ দেখতে পারতেছে না।
আমরাও এমন হতভাগা যে মায়ের দুর্দিনে পাশে থাকতে পারছিনা।
আবহমান কালের বিবর্তনে মা ছেলে আজ দুই দিকে বিভক্ত।তবুও যেন এ চিলতে হাসি আম্মা মুখের কোনে লুকিয়ে রেখেছে।
খোকারা তার বাড়ি ফিরবে এমন আশাই বুক বেধে আছে।
জীবন-জীবিকা এতটাই নিকৃষ্ট লাগছে যাতে করে এমন সব কিছুর মায়া ছেড়ে মায়ের ওই আচল তলে গিয়ে মুখ লুকায় থাই যেন।
আজ এমন একটা দিনে মাকে দূর থেকে অনেক বেশী মিস করছি।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
আবু হেনা আল মাসুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে...
দোয়া করবেন ভাই
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সুফিয়া বলেছেন: মায়ের জন্য সর্বান্তকরণে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি।
মাকে হারিয়ে আমার বুকের খাঁচাটি চিরদিনের মতো শূন্য হয়ে গেছে। তাই কলমের আঁচড়ে বার বার মাকে খোঁজে ফিরি।
Click This Link
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১২
আবু হেনা আল মাসুদ বলেছেন: আল্লাহ যেন আপনার মা কে জান্নাত বাসি করে...
এই দোয়া করি...
দোয়া করবেন আমার মায়ের জন্য...।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আকরাম বলেছেন: "মা ভালো থাকুন" আল্লাহর কাছে এই দোয়াই করছি।