নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার প্রথমা ...!!

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০

প্রত্যেকটা ভালবাসার একটা নিজস্ব সত্ত্বা থাকে।

কিছুটা রঙিন, কিছুটা ধুসর কালো,কিছুটা নিজের মতন।

কেউ কাউকে ছাড়ে না এরা একে অন্যের উপর দোদুল্যমান।

প্রিয় মানুষ গুলো খুব কষ্ট দিয়ে যায় হয়ত নিজেরা তা সৃষ্টি করে নয়তো অন্যকে দিয়ে করিয়ে নেবার পায়তারা করে।

হয়ত নিজেরি ভুলে আপনকে ছাড়তে হয়।সহস্র বেদনাতে নীল হয়ে যায়।

রয়ে থাকে কিছু সৃতি নিজ ভুমিকায়।

ভালোবাসার মাঝে প্রথমা থাকলেও তবে প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটার মতো ফুটে উঠে।

কেউ হয়ত ডানা মেলতে পারে কেউ হয়তবা কলিতে ঝরে যায়।

ঝরে যায় অনেকটা নিজেদের আত্তশ্রুতির কাছে। নিজ বিবেকের কাছে তখন দুজনেই দায়বদ্ধতা থেকে যায়।

একে অন্যের কাছে আসাটা কেবল কষ্ট বাড়িয়ে যায়।



আজ কেউ হয়ত মেহেদী পরছে হাতে কান্না ভেজা চোখে...

অন্যজন পুরছে তবে নিজ দুঃখেরই স্রোতে...!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.