![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD
পিসি থেকে আপনি অফলাইন থাকলেও অনলাইনে দেখায় ফেসবুক!
এমনটা না দেখানোর উপায় একটা আছে।
আমি জানিনা অন্যদের কাজ হবে কিনা তবে আমার হচ্ছে।
এই প্রক্রিয়াটা ট্রাই করে দেখতে পারেনঃ
*পিসির জন্য ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করুন।তারপর পিসিতে ইন্সটল করুন।
*ওপেন ফেসবুক মেসেঞ্জার এবং সাইন ইন একাউন্ট।
*মোজিলাতে ব্রাউজারে ফেসবুক অনলাইন রাখুন।
*এবার ফেসবুক মেসেঞ্জার থেকে চ্যাট অফলাইন করুন।
*উইন্ডোজের রাইট কর্নারে থেকে ফেসবুক মেসেঞ্জার এক্সিট করুন।
*এখন মোজিলাতে দেখুন চ্যাট অফলাইন হয়ে আছে।
*আবার ওপেন ফেসবুক মেসেঞ্জার এবং কাউকে অফলাইন থেকে জিজ্ঞেস করুন আপনাকে অনলাইনে দেখায় কিনা?
আশা করছি যারা অনলাইনে রিপ্লাই দিতে বিব্রত হচ্ছেন অথবা অহেতুক অনলাইন দেখাচ্ছে তাদের এই প্রক্রিয়াটা কাজে আসবে।
যদি সঠিক প্রক্রিয়াটা মেনে চলেন তাইলে কাজ করবে অবশ্যই।
বি দ্রঃ মোবাইল থেকে কাজ করে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারব না।
প্রক্রিয়াটা শুধু মাত্র পিসির জন্য প্রযোজ্য!!
©somewhere in net ltd.