নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রেমে আরেফিন রুমী!

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

সংগীত শিল্পী আরেফিন রুমী নতুন প্রেমে পড়েছেন। এই খবর নাকি আবার তার দুই স্ত্রীর কানে পর্যন্ত পৌঁছে গেছে। আরেফিন রুমীর জীবনে এই আবার কোন নারীর আগমনী সুর বয়ছে?



প্রথম স্ত্রী অনন্যা বর্তমান থাকতেও গত বছর অক্টোবরে রুমি অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে দ্বিতীয়বারের মত বিয়ে করেছিলেন কামরুন্নেসাকে। একমাত্র সন্তান আরিয়ানের দিকে চেয়ে তখন কষ্ট বুকে চেপেছিলেন অনন্যা। রুমীর দ্বিতীয় বিয়ের ঘটনাটি মিডিয়ায় ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।



এখন শোনা যাচ্ছে, আরেফিন রুমী সুযোগ পেলেই দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসাকে নিয়ে ঘুরে-বেড়ান দেশ-বিদেশে। কদিন আগে যুক্তরাষ্ট্রের শ্বশুরবাড়িতেও নাকি গিয়েছেন তিনি। যেখানেই যান কামরুন্নেসাকে নিয়ে আনন্দ ফূর্তিতে মেতে উঠছেন। অন্যদিকে প্রথম স্ত্রী অনন্যার দিকে খেয়াল দেয়ার সময়ও তার নেই।



এইতো গেল পুরান ঘটনা। নতুন খবরটি আরেকটু চমকপ্রদ! রুমী-নেসার সুখের সংসারেও জ্বলতে শুরু করেছে দুঃখের আগুন। শোনা যাচ্ছে, আরেফিন রুমী নতুন করে আরেকটি মেয়ের সাথে প্রেম করছেন। না জানি তাকে আবার বিয়ে করে বসেন! রুমির এই ঘটনাটি নতুন করে মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে। যে মেয়েটির সাথে রুমী নতুন প্রেমের খেলায় মেতে উঠেছেন সে তার প্রথম স্ত্রী অনন্যার বান্ধবী। ছোটবেলা থেকে অনন্যার সাথে মেয়েটির মেলামেশা ছিল। তিনি আবার আরেফিন রুমীর গানের একনিষ্ঠ ভক্তও। রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেফিন রুমীর গান না শুনলে তার ঘুম হয় না। এই ভক্তের সাথেই কঠিন প্রেম শুরু করেছেন রুমি।



কথায় আছে না- দেয়ালেরও কান আছে! আরফিন রুমির এই খবর এমুখ-ওইমুখ করে ফেসবুকের মাধ্যমে কানে পৌঁছেছে দুই স্ত্রীর। এখন দুই সংসারেই জ্বলতে শুরু করেছে বিষাদের আগুন।

জানা যায়, অনন্যা এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও নেসা রুমিকে প্রচুর বকাঝকা করেছেন। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে রুমী ও নেসার মধ্যে বেশ ক’দিন কথা বলা বন্ধ ছিল। তাই বলে কি আর প্রেমিক পুরুষের প্রেম থেমে থাকে। আরেফিন রুমীর কপালে কি ঘটতে যাচ্ছে এটাই এখন দেখার পালা।



সংগৃহীত নিউজ

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আরেফিন রুমি,লুইচ্চা তুমি

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
এবার বিয়া করলে কিন্তু দাওয়াত দিতে হবে ||

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৮

অদ্বিতীয়া আমি বলেছেন: হায় হায় , আবার !

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

আবু হেনা আল মাসুদ বলেছেন: আগের দুই বউত এটাই কটা... :) :O

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

তাসজিদ বলেছেন: কারও বাক্তিগত জীবন নিয়ে আমাদের কেন এত উৎসাহ????????

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৩১

আবু হেনা আল মাসুদ বলেছেন: ব্যক্তিগত আমরাও জানি তবে উনারা হচ্ছেন দেশের বর্তমান সঙ্গিত শিল্পিদের অন্যতম এক।
উনারা যদি এগুল করে তো আর...

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

বিবর্ণ সময় বলেছেন: তো এইটা নিয়া আপনার এতো মাথা ব্যাথা কেন?

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৯

আবু হেনা আল মাসুদ বলেছেন: ব্যাথা আমার নাই...
আগের দুই বউয়ের ব্যাথা করতেছে নাকি...!!
তাই...?

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১০:২৩

সত্য কথা বলি বলেছেন: মিডিয়াগুলো এই লম্পটগুলোকেই আমাদের সমাজের স্টার/মডেল(আদর্শ) হিসেবে প্রচার করে। এই তারকা জগতের সবই দুশ্চরিত্র আর লম্পট ।

৭| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩

পথহারা সৈকত বলেছেন: মিডিয়াগুলো এই লম্পটগুলোকেই আমাদের সমাজের স্টার/মডেল(আদর্শ) হিসেবে প্রচার করে। এই তারকা জগতের সবই দুশ্চরিত্র আর লম্পট ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

আবু হেনা আল মাসুদ বলেছেন: :/ :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.