![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD
পরন্ত বিকেলে খোলা চুলের ভাজে,
এসেছিল 'হাই' তুলে, ঠোঁট ছিল লাজে।
চোখাচুখি হওয়াতে সে ছিল নার্ভাসে
আমি তার বসেছিলাম, টেবিলের অপোজিটে।
চা খাও, কফি খাও বলেছিলাম সেধে
এসবে তার ভাল্লাগেনা, কথা দিল বেঁধে।
প্রিয় সে খাবে কি?
মৃদু হেসে বলে দিল, ফুচকা আর চটপটি!
চলো যাই হাঁটি হাঁটি, জায়গা ছিল পরিপাটি।
সেই দিন সেই সৃতি, সেলফি ছিল ফ্রেমে!
বিদায়ে সে হেঁটে গেলো...
ল্যাম্পপোষ্টের নিচ দিয়ে, আপন উদ্যমে।
২২ শে মে, ২০১৫ রাত ৯:০৬
আবু হেনা আল মাসুদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৫ রাত ১২:৩৪
আহসানের ব্লগ বলেছেন: কবিতা ভাল ছিল ।