নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা আল মাসুদ (শামীম)

তুমি নিষ্প্রাণ, তুমি আধো-আলো, তাই পারোনা ফিরে আসতে। আমি নিস্ফল,আমি নির্বিকার, তাই পারি না ভালবাসতে।

আবু হেনা আল মাসুদ

ভালোবাসা- শুধু একজনকে নিয়ে একরোখা একটা নিরব আসক্তি!!! কিছু পাগলামি,কিছু অভিনয় এবং অনিশ্চয়তা! https://www.facebook.com/ ABUHENAALMASUD

আবু হেনা আল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা মেসি, রোনালদোর জন্মদিনে প্রোফাইল পিক লাগিয়ে শুভেচ্ছা মারো...

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৭



তোমরা যারা মেসি, রোনালদোর জন্মদিনে প্রোফাইল পিক লাগিয়ে শুভেচ্ছা মারো... তাদের কে বলছি, এই বঙ্গ দেশেও একটা নক্ষত্র ছিল।

যার উত্তাপে ষোল কোটি প্রানে আনন্দের উচ্ছ্বাস বয়ে যেতো। যার ব্যাট হাসলে, প্রতিপক্ষ দলনেতা কপাল কুঁচকে মূর্ছা যেতো। যার ব্যাটে ফুল ফুটলে, সারা বাংলার সহস্র জনতা নির্বিশেষে এক হতো। যার ব্যাটিং এ ক্লাসিক্যাল শর্ট দেখে, অন্য ওয়ার্ল্ড ক্লাসরা ছুটে গিয়ে একটাবার হাত মেলাতো। সারা স্টেডিয়ামের হাজারো দর্শক করতালিতে, দাঁড়িয়ে তাকে সম্মান জানাতো।

অথচ আমরা তাকে দিব্যি ভুলতে বসেছি... তার দেনা ভালোবাসার দাম কতটুকু দিয়েছি? যে আমাদেরকে ক্রিকেট বিশ্বে বড় দল গুলোর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, তাহার কৃতিত্ব অমৃত।

আক্ষরিক অর্থে, একটা মানুষের গুন গাইলে তার হেঁটে চলাতেও গুন গাওয়া যায়। আর যদি দোষ ধরি, তবে তার মুখের কথাতেও গন্ধ!

আমি বলছি না, মেসি রোনালদোকে ফ্লাইং কিসে শুভেচ্ছা না জানাতে। বলছি না, প্রোফাইল পিক লাগিয়ে এক বুক ভালোবাসার বার্তা না পাঠাতে। জাস্ট বলছি, আমাদের এই পৃথিবী নামক গ্রহেও একটা নক্ষত্র আছে। তার প্রাপ্ত সম্মান ও ভালোবাসার কথা যেন আমরা কালের বিবর্তনে ভুলে না যায়।

শুভ জন্মদিন আওয়ার ব্যাটিং জিনিয়াস "মোহাম্মদ আশরাফুল"

ফুল ফুটে থেকো, ভুল মুছে রেখো
ফিরে এসো তুমি তোমার, ব্যাটিং স্বর্গে
আপন মহিমায় :) :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

সিপন মিয়া বলেছেন: আশরাফুল ভাইয়ের অভাব কেউ বুঝল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.