![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা চাই তাহা পায় না যাহা পায় তাহা ভুল করে চাই
আজ হঠাৎ একটা চিঠি হাতে পড়ল। আমার খুব- খউব প্রিয় একজনের লেখা। আমার আম্মার আকষ্মিক মৃত্যুর ঠিক এক মাস পর লেখা । সেই প্রিয় মানুষটির এমন আনেক লেখা আজও আমাকে বেচে থাকার প্রেরনা দেয়। আজ সে হয়তো আমাকে ভুলে সুখেই আছে অথবা আমার ভুল ধারনা, জানিনা। ভালথেকো আমিও এই কামনা করি আর আমাকে ক্ষমা করো তোমার চিঠি ব্লগে লেখার জন্য।
বন্ধু
তুমি কি জানো তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু? এটা কি কম কিছু? আর কিছু নাইবা হলে। থাক না আমার প্রাণের বন্ধু হয়ে সারা জীবন। তোমাকে আমি কখনও ছেড়ে যাব না তা কাছেই থাকি আর দূরে থাকি।
তোমার এই ভেঙ্গে পড়া, দিন দিন পিছিয়ে চলার মনোভাব আমি আর দেখতে পারছিনা। কি চমৎকার একটা মানুষ ছিলে তুমি আজ কেন তোমার এই অন্ধকারের প্রতি যাত্রা? অনেকটা দিন তো পার হয়ে গেল টএবার একটু সোজা হয়ে দাড়াও। জীবনকে তার নিজস্ব নিয়মে চলতে দাও। আর কখনও নিজেকে একা ভাববে না। যে নিজেকে একা ভাবে হাজার মানুষের মাঝেও সে দোকা হতে পারেনা। আমার কথা একবার ভাবো তো , এই যে মা-বাবা ছেড়ে হোষ্টেলে আছি , দুলু চলে গেল, জাফরিন,স্নিগ্ধা, সিমি চলে গেল তারপরেও তো আবার আগের মতো জীবন যাপন কনছি। পারি আর না পারি অন্তত চেষ্টা করছি। পুরোপুরি না জানলেও তুমি তো অনেক কিছুই জানো।
মাঝে মাঝে বড্ড অভিমান হয়, বাড়ী যেতে ইচ্ছাকরেনা। তুমিতো জানোই মার জন্য আমার কত অস্থিরতা। ইচ্ছা করলেই বাড়িতে আম্মুর কাছে থেকেই তো পড়াশুনা করতে পারতাম। শুধু ঐসব কারনে আজ আমি হোষ্টেলে থাকি। রাগ করেই বাড়ী ছেড়েছি সব মিলিয়ে মাঝে মাঝে প্রচন্ড ভেঙ্গে পড়ি। আবার নিজেই নিজেকে স্বান্তনা দেই। এক সময় ক্লাসের ফার্স্ট গার্ল ছিলাম আর আজ কোন পজিশনে আছি। আমার সমসাময়িকরা কত ভালো রেজাল্ট করেছে, ভালো পজিশনে আছে। আব্বু মাঝে মাঝে এগুলো বলে। নিজেকে মাঝে মাঝে জীবন যুদ্ধের পরাজিত সৈনিক মনে হয়। তারপরও তো জীবন আমাকে মুক্তি দেয়নি ।জীবনের এই কঠিন বোঝাটা বয়ে বেড়াচ্ছি। আমারা যে নিয়তির হাতে বাধা। আমাদের মেনে নেয়া ছাড়া আর কিছু করার নেই। বাড়ূতে যেয়ে একটুও মন খারাপ করবেনা।
মৌ,দৃষ্টি, রূমা, রিপন,সেতু আর মালা খালা, ভাবীদের সবাইকে খুব মনেপড়ে। একদিনেই কত আপন হয়ে গেছে। বিশেষ করে সঞ্চয়কে বেশি মনে পড়ে ও থাকলে সময় গুলো খুব ভালো কাটত।
পাখিরে আমার সোনা পাখি, তোর কাছে হাত জোড় করে মিনতি করি- আর পাগলামী করিস না। নিজের উপর আর অত্যাচার করিস না
সর্বোত্তম শুভকামনায়
আমি ০৬.০৬.০৫ইং
শামীম শাহনূর পুরোনো চিঠি
©somewhere in net ltd.