নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায়

সুন্দর বাংলাদেশ চাই

শামীম আহমেদ ইভ

উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।

শামীম আহমেদ ইভ › বিস্তারিত পোস্টঃ

বিপিএল এ নিরাপত্তার বাড়াবাড়িতে দর্শকদের বিপত্তি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০২

বিদেশেী প্রত্যাশিত খেলোয়াড় না আসা টিকিটের চড়াদাম এর কারনে এবারের বিপিএল এমনিতেই ভুগছে দর্শক শূণ্যতায়। তারপর আবার নিরাপত্তার নামে চলছে দর্শক ভোগান্তি। খেলা দেখতে আসা দর্শকদের বেশীরভাগের বহনকৃত ব্যাগ তল্লাশি করে মোবাইল ফোনের চার্জার, হেডফোন, পেনড্রাইভ ইত্যাদি ছুড়ে ফেলে দিচ্ছে বাইরে।হতবাক দর্শকদের কোন প্রশ্ন করার আগেই তা চলে যাচ্ছে তারকাটার বেড়িকেড এর ভিতরে।নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্বল্পশিক্ষিত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করছে দর্শকদের সাথে।



সমস্যা কোথায়? জিজ্ঞেস করতে একজন আনসার সদসস্য বলল, এগুলো নিয়ে ভেতরে যাওয়া নিষেধ। টিকিটে লেখা আছে।

কিন্তু, টিকিট পড়ে কোথাও এমন কোন নির্দেশনা না পেয়ে তাকে দেখালে সে রেগে গিয়ে সড়ে পড়তে বলে।



আমি নাছোড়বান্দা হয়ে বললাম, যেহেতু লেখা নাই, সেহেতু আমার চার্জার আর হেডফোন নিয়ে যাবো।



এরপর, সে বিসিবির একজন লোককে ডেকে আমাকে দেখালে তিনিও আমার সাথে অনুরুপ আচরণ করলেন এবং আমাকে টিকিট এর উল্টো পিঠে লেখা নির্দেশনা পড়তে বললেন। আমি বললাম, ঠিক কোন জায়গাটায় লেখা আছে একটু দেখাবেন? আমি তো এটা কয়েকবার পড়েছি। কিন্তু তেমন কিছু তো দেখিনা।

বলে টিকিট টা তার সামনে ধরলাম।



ভাব দেখে বুঝলাম লোকটাও ইংরেজি পড়তে পারেন না। কিন্তু গোয়ার্তমি খুব ভালো জানেন। শেষ পর্যন্ত তিনি বললেন, এটা কর্তৃপক্ষের মৌখিক আদেশ।



মৌখিক আদেশ তো আর দর্শকদের জানার কথা নয়। তারা তো আপনার মতো এখানে চাকরি করে না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-১

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

সবুজ মহান বলেছেন: এইরকম ফাইজলামি গতবছর ও দেখছিলাম ।

এক ফ্রেন্ড তাই মোজার ভিতর হেডফোন নিয়ে ভিতরে ঢুকেছিল ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

বাউন্ডুলে আমি বলেছেন: উল্টাপাল্টা কথা বলে লাভ নাই ।অনেক আগে থেকেই হেডফোন নেওয়া যায় না ।ব্যাগ ,কলম এগুলোও নেওয়া যায় না ।আর নিরাপত্তা ভালো থাকলেও চিল্লাইবেন আর খারাপ থাকলে তো কথাই নাই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

শামীম আহমেদ ইভ বলেছেন: উল্টোপাল্টা কিছুই বলিনি। নিরাপত্তার সীমারেখা আছে। আমরা সেখানে খেলা দেখতে যাই । নিরাপত্তার নামে হেনস্থা আর মূর্খদের গোড়ামী দেখতে সেখানে কেউ যায়না।
খেলা দেখতে যাই টিকিট এ লেখা নিয়ম পড়ে। যে সব জিনিস নিয়ে ভেতরে যাওয়া যাবেনা সেগুলো টিকিটে, গেটে, এবং পত্রিকা মারফত আগেভাগেই দর্শকদের জানিয়ে দেওয়ার দায়িত্ব বিসিবি'র।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

আদম_ বলেছেন: শুয়োর আর কাহাকে বলে। এই কুত্তা গুলারে গণ ধ**** করা উচিত। হেডফোন নিলে নিরাপত্তার কি হয়? যত সব বাইনচোদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

শামীম আহমেদ ইভ বলেছেন: ভাই খুব আশ্চর্য লাগে যখন তারা পেনড্রাইভকে বলল পানডাইভ। আর কিছু না বলেই আমার সদ্য কেনা স্মার্টফোনের অরিজিনাল চার্জার আর হেডফোনটা কলার খোসার মত ছুড়ে ফেলে দিল । টিকিটের কোথায় এইসব নিয়ম লেখা আছে তা দেখাতে বললে অসহায় এর মতো চেয়ে থাকে। আধাঘন্টা তর্কের পরে এক বন্ধুকে ডেকে চার্জার আর হেডফোনটা বাইরে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.