নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায়

সুন্দর বাংলাদেশ চাই

শামীম আহমেদ ইভ

উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।

শামীম আহমেদ ইভ › বিস্তারিত পোস্টঃ

বাংলালিংক এর পয়েন্ট ভাঙাবেন যেভাবে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

ব্যবহারের উপর ভিত্তি করে বাংলালিংক বিভিন্ন সময় কাস্টমারকে পয়েন্ট উপহার দেয় । অনেকে জানেন না কিভাবে পয়েন্ট ভাঙিয়ে বোনাস টাকা বা বিভিন্ন উপহার সামগ্রী পাওয়া যায়। যেমন ২০০ পয়েন্ট জমা হলে আপনি পাবেন একটি চাবির রিং, ৩০০ এর জন্য পাবেন ২৫ টাকা টকটাইম, ৪০০ এর জন্য বাংলালিংক এর একটি ক্যাপ। তো নিচের পদ্ধতি থেকে জেনে নিন কিভাবে ভাঙাবেন আপনার পয়েন্ট:



১. পয়েন্ট এর ব্যালান্স জানতে কল করুন : *৫৬৭*১#



২. ২০০ পয়েন্ট হলে K লিখে সেন্ড করুন ৫৬৭৮ নাম্বারে



৩. ৩০০ পয়েন্ট হলে A লিখে সেন্ড করুন ৫৬৭৮ নাম্বারে



৪. ৪০০ পয়েন্ট হলে T লিখে সেন্ড করুন ৫৬৭৮ নাম্বারে



চাবির রিং আর ক্যাপ সংগ্রহ করতে হবে বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার থেকে।



আর টকটাইম ২৪ ঘন্টার মধ্যে (আসলে ১০ মিনিটের ও কম সময়ে) আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

*১২৪*৪# ডায়াল করে বোনাসের ব্যালান্স জানতে পারবেন।



মেয়াদ ০৭ দিন।



এফএনএফ ছাড়া শুধুমাত্র বাংলালিংক নাম্বারে রাত ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

সাদা রং- বলেছেন: দারুন তো ভাই, আমার পয়েন্ট ১৫০ এখন কি করবো।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

শামীম আহমেদ ইভ বলেছেন: আরেকটু অপেক্ষা করুন। ২০০ হলেই পাবেন চাবির রিং।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

রাফিউল আলম ইমন বলেছেন: আপনার পোস্ট ভালো লাগলো… ভালো লিখেছেন, শুভকামনা এবং + …সাথে থাকুন… :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

শামীম আহমেদ ইভ বলেছেন: ধন্যবাদ। সাথেই আছি।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Amar mobaile dekhci 3686 point joma hoye ace. Ore amar ki hopere....

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

শামীম আহমেদ ইভ বলেছেন: ভাই মাথা ঠান্ডা করেন। ১২১ এ ফোন দিয়ে জেনে নিন আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

নূরূল ইমরান বলেছেন: "এফএনএফ ছাড়া শুধুমাত্র বাংলালিংক নাম্বারে রাত ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন"

ভাইয়া, আসলে প্রাইজপয়েন্ট ভাঙিয়ে পাওয়া মিনিট/এয়ারটাইম শুধুমাত্র সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এফএনএফ ছাড়া যেকোনো বাংলালিংক নাম্বারে ব্যাবহার করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.