![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মুক্ত লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত করতে এসেছি।
কোন এক কারণে একটি খামারের মুরগিরা ডিম পাড়া কমিয়ে দিলে মালিক একদিন রেগে গিয়ে সব মুরগিকে জানিয়ে দিল আগামিকাল সকালের মধ্যে প্রত্যেক মুরগি কমপক্ষে ১৬ টি করে ডিম না দিলে সবগুলোকে পুড়িয়ে মারা হবে।
ভয়ে মুরগিরা তখন থেকেই ডিমপাড়া শুরু করে দিল। না খেয়ে আর না ঘুমিয়ে।
পরেরদিন মালিক এসে প্রত্যেকটি মুরগিকে চেক করতে লাগলেন। দেখলেন সবাই প্রায় ১৬ টি ডিমই দিছে। কিন্তু এক মুরগির কাছে এসে দেখলেন একটি মাত্র ডিম। মালিক তো রেগে আগুন। মুরগিটাকে জিজ্ঞাসা করলো তোর কি ডিম দিতে কষ্ট হয়?
মুরগিটা ভয়ে কাচুমাচু হয়ে বলল, স্যার আমি আসলে মোরগ। আপনি বলেছেন পুড়িয়ে মারবেন এই ভয়ে অনেক কষ্টে এই ডিমটা পেড়েছি।
অদ্ভুত আর হাস্যকর হলেও এমন ডিম আমরা প্রায় প্রতিদিনই পাড়ি।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১৭
আমি বিভীষণ বলেছেন: ডিম পারেন