নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ইশতিয়াক, জন্ম ময়মনসিংহ জেলার জাতীয় কবির শৈশব কাটাবো ত্রিশাল উপজেলায়,বিএসএস অনার্স (অর্থনীতি) নিয়ে বর্তমানে অধ্যায়নরত আছেন, এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) পাশ করেছেন, শামিম ইশতিয়াক নিজেকে একজন কবিতাসক্ত হিসেবে পরিচয় দিলেও

শামিম ইশতিয়াক

শামিম ইশতিয়াক জন্ম ৭ জুলাই, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের শৈশবের স্মৃতি বিজরিত ময়মনসিংহের ত্রিশালে। অর্থনীতি তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন আনন্দ মোহন কলেজ থেকে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে কামিল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, এছাড়াও আইন শিক্ষায় এল এল বি শেষ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু, বিভিন্ন পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি দৈনিক, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলোতে লেখালেখি শুরু করেন, সমসাময়িক বিষয় নিয়ে কবিতা, গল্প, রম্য রচনা, কলাম, ভ্রমণকাহিনী লিখেছেন বিভিন্ন পুস্তক, ম্যাগাজিন, পত্রিকায়, রয়েছে কবিতা আবৃত্তির কালেকশন। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি দেশ ভ্রমণেও তিনি পরিচিত মুখ, পরিচালনা করেন ভ্রমণ এজেন্সি। তিনি জাতীয় দৈনিকে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি তিনি তিনি সম্পাদনা করেছেন কয়েকটি সাপ্তাহিক পত্রিকা, সাহিত্য পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল । সামাজিক, সেচ্ছাসেবী ও সাহিত্য সংগঠনের তিনি দায়িত্বশীল ও নিয়মিত সদস্য হিসেবে কাজ করে এসেছেন। সাহিত্য চর্চা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি সম্মাননা পদক, পুরস্কার লাভ করেছেন।

শামিম ইশতিয়াক › বিস্তারিত পোস্টঃ

কাপুরুষ

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

কাপুরুষ
---শামিম ইশতিয়াক
আমি পুরুষ, আমি গিরগিটি, আমি রঙ বদলাতে জানি ক্ষনে ক্ষনে,
সুন্দরী মেয়ের চোখে তাকিয়ে আমি রঙ বদলাই তখন বিছানার অদৃশ্য অবয়ব দেখি,
রাস্তায় একলা অবলা রমণী পেলে আরেক রঙ নিয়ে ধর্ষণ এর মত সাহসিকতার কাজ করে বসি, পতিতালয় এর অন্ধকারে আমি আমার বীরপুরুষত্বের রঙ দেখাই, প্রেমিকার কাছে যেয়ে আমার রঙ হয় রোমান্টিকতা মাখা, বউ এর কাছে এসে আমার সংসারী রঙ হইয়ে উঠে ব্যাস্ততার আলিজ্ঞনে জড়ানো,
আমার রঙ এর ছড়াছড়িতে আমি নিজেই প্রশংসিত, আমার রঙ বড্ড আবরণহীন, লোক লজ্জা মানেনা, কোন ভয় নেই আমার রজ্ঞে, কোন বারণ নেই আমার রঙ বদলানোততে, কোন বিচার নেই আমার এই বদলে যাওয়াতে,
বিচার হলে হয়ত রাস্তায় হেটে যাওয়া একা মেয়েটিকে পেয়ে আমি আমার ভদ্রতার মুখোশটা একটানে খুলে কখনো তাকে হট বলতাম না, শিস দিতাম না, উড়না ধরে টান দিতাম না,
বিচার থাকলে হয়ত টাজ্ঞাইলে আমি আমার রঙ বদলিয়ে তিনদিন তিন রাত কোন মেয়েকে ধর্ষণ করতাম না,
বিচার পেলে হয়ত আমি জাহাঙ্গীরনগর এর মত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বছরে ১৭৭টি ধর্ষণ করতাম না,
বিচার থাকলে হয় গাড়িতে কোন গারো মেয়েকে একা ফেলে তার সম্ভ্রম কেড়ে নিতাম না,
বিচার থাকলে হয়ত পহেলা বৈশাখে টিএসসির মত লোকারণ্য জায়গায় কোন মেয়ের স্তনে হাত দিতাক না,
বিচার থাকলে হয়ত আমি আমার প্রেমিকাকে ভুলিয়ে বালিয়ে বিছানায় নিয়ে তারপর এবোরশন করাতাম না,
বিচার থাকলে হয় আমি কোন রহিজ্ঞা নারীকে পণ্য হিসেবে ভাবতাম না,
আমি পুরুষ আর আমার রঙ বদলানো দেখে নিজেরই ইচ্ছা করে নিজেই হাতিতালি দেই, কিন্তু পারিনা পেরে উঠিনা কারন আমার কাছে সন্দেহ লাগে আসলেও আমি পুরুষ?
পুরুষ হলে কিভাবে এত অন্যায় আমি মেনে নেই?
বার বার মনে পরে জাতীয় কবির লাইনটি..
নারীরে আমরা প্রথম দিয়াছি নর সম অধিকার
মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি চুরমার,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.