![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
- কিছু বলছোনা কেন ?
- চুপ !! কোনো কথা নেই,কিছু কিছু মুহুর্তে কথা বলতে ইচ্ছে করেনা ,
- আমার যে কত কথা জমে আছে.........
- থাকনা,এই যে তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি এমন মুহুর্তটা কেন নষ্ট করে দিতে চাও ?
মেঘা আর কথা বলেনা সেও চুপ হয়ে যায়,অমিতের মুখের দিকে চেয়ে থাকে,অমিত সবসময় এমন.....যখনি দেখা করতে আসে তখনি হয় মেঘাকে বুকে নিয়ে বসে থাকবে,নতুবা মেঘার কোলে নিশ্চুপ হয়ে শুয়ে থাকবে,নিজেও কোনো কথা বলবেনা,মেঘাকেও বলতে দিবেনা.......একদম বাচ্চা ছেলে হয়ে যায় এই সময়,অথচ মেঘা দেখা করতে আসার আগে কত কথা জমিয়ে রাখে .......
ইদানিং অমিতকে মেঘার সন্দেহ হচ্ছে,সে কেমন যেন হয়ে গেছে,দেখা করতে চায়না,কথা বলতে চায়না,ফোনে রাতে ইদানিং অমিতকে ওয়েটিং দেখা যায়,কিন্তু এই ব্যাপারে সে অমিতকে কিছুই বলেনি,ঠিক করে রেখেছে আজকে বলবে,কিন্তু কি,আজকেও সেই আগের মতই আচরণ করছে অমিত,কিছুই বলতে দিচ্ছেনা,
- আচ্ছা অমিত তোমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস কি ?
- বৃষ্টি ,সব পৃথিবীর প্রিয় আমার বৃষ্টি,বিশ মিনিটের মধ্যেই দেখবে এখন বৃষ্টি নামবে,
- তুমি আমাকে কতটুকু ভালোবাসো ?
- হুমমমমম .......এক চা চামুচ ,কিন্তু হঠাত এই প্রশ্ন ?
- কারণ আমার পৃথিবীতে আমি কোনো কিছুই স্পষ্ট দেখিনা,কেবল তোমাকেই স্পষ্ট দেখি,বিশ্বাস করো কোনদিন আর কিছু দেখতেও চাইনা ,,
অমিত মেঘার কোল থেকে মাথাটা তুলে বসে মেঘার গালে দুহাতে ধরে জিগ্যেস করে ,
- আমাকে সন্দেহ করো ?
- তোমার চোখের দিকে তাকালে করতে পারিনা ....
- বিশ্বাস অবিশ্বাস তোমার কাছে,কিন্তু জেনে রাখো আমার পৃথিবীর সত্য একটাই শুধু তোমাকেই ভালবাসি,
- এটা বিশ্বাস না করলে যে আমার অস্তিত্বই অবিশ্বাস করা হবে,
এটা বলে মেঘা অমিতের ঠোট স্পর্শ করে,মেঘা কাঁদছে অমিত মেঘাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে,আকাশ থেকে বৃষ্টির ফোটা পড়া শুরু হয়ে গেছে,ধীরে ধীরে তা বাড়ছেই .....হঠাত অমিতের ফোন বেজে উঠলো,অমিত কিছুটা নড়ে উঠলো,এক ঝাপটা বাতাস মেঘার চুলগুলো উড়িয়ে দিলো .........
©somewhere in net ltd.