![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
- তোমার জন্যই আমার আজকে এই অবস্থা,আমার স্বপ্ন ক্যারিয়ার সব শেষ ,
- চুপ....চুপ বললাম আস্তে কথা বলো,
- কেন ? আস্তে কেন কথা বলব?ও বুঝেছি এখন লজ্জা লাগছে না?আমাকে যখন মারছিলে তখন লজ্জা লাগেনি?
- তুই আসলে একটা জানোয়ার........তোরে আমি মারছি ? হ্যা ?
- ওই গালি দিবা না বললাম......
- গালি দিবনা কি দেবো,শুয়োর কে শুয়োর আর কুত্তা কে কুত্তা ...
- কে শুয়োর আমি?তোর মত অমানুষের সাথে যে আজ আট বছর সংসার করছি এটা তোর সাত জন্মের ভাগ্য !
- আরে ওই বন্দীর বাচ্চা তোরে বার বার বলি না আস্তে কথা বলতে......এখন কিন্তু তোকে...
-তুই আমাকে কি বললি?তুই ......তুই .....আমি আজকে সত্যি বলছি,এই আমার চার বছরের ছেলের মাথা ছুয়ে বলছি.......আমি আর তোর মত কুত্তার বাচ্চার সাথে থাকবো না ,
এই কথা বলেই চার বছরের ছেলে অয়নকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো দিনা,দিনার স্বামী সোহাগ,পেশায় একজন ডাক্তার,দিনা ও সোহাগ একসাথে একটি বেসরকারী মেডিকেল থেকে পাশ করেছে,প্রেমের বিয়ে........প্রথম চার বছর খুব ভালো কাটলেও তার পর থেকে নানা বিষয় নিয়ে ঝগড়া চলতেই থাকে,আর বর্তমানে তাদের ঝগড়া এই পর্যায়ে আছে,
-ওই তুই আমার বাচ্চার মাথা ধরে কসম কাটলি কেনো? তুই কি ভাবছস আমি তোরে রাখুম......খান* কোথাকার,ছাড় আমার ছেলেকে......
- কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দিব? দেখবি আমি তোকে কি করব ?অয়ন আমার কাছে থাকবে .......
- আমার ছেলে তোর মত মা*র কাছে থাকবে ? অসম্ভব !
- তুই আমার ছেলেকে প্লিজ ছাড় .......
- তুই যেখানে মনচায় সেখানে যা আমার ছেলেকে ধরবি না ......
অয়নকে নিয়ে দিনা আর সোহাগ টানাটানি করছে.........অয়ন আগে এসবের কিছুই বুঝতো না,এখন বুঝতে পারে,আজও বুঝতে পেরেছে তার বাবা মা আলাদা হয়ে যাচ্ছে.........অয়ন কাঁদছে,দিনা কাঁদছে সোহাগও কাঁদছে..দিনা আর সোহাগ কাঁদছে কষ্টে ,তাদের স্বপ্ন ভঙ্গের কষ্টে,তাদের সংসার ভাঙ্গার কষ্টে .......আর অন্যদিকে অয়ন কাঁদছে ভয়ে ,সে এখন তার বাবা মাকে ভয় পায় !প্রচন্ড ভয় !!
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে ভয়ঙ্কর ব্যাপার।
২| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২
দূরের পথ০০৭ বলেছেন: প্রেমের বিয়ের কি এই অবস্থায় হয়??ভাই এটা কি জীবন থেকে নেয়া?
অভিজ্ঞতা আছে নাকি??
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩০
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ দূরের পথ, আসলে এমনটা যে কোন বিয়েতেই হতে পারে। তবে ঘটনাটার থিম বাস্তব।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: তনিমা আপু, ঘাবড়ে গেলেন?
৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪২
জলপরী১৮ বলেছেন: অহ আল্লাহ!!! (:
০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:৫৩
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ জলপরী ...।।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮
মশিকুর বলেছেন:
ভয়ংকর পরিস্থিতি