নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা ও কষ্ট

২৮ শে মে, ২০১৪ দুপুর ১:৪৪

এখন রাত দশটা,মোবাইলে সময়টা দেখে আবার রেখে দিলাম, খুব অশান্তি লাগছে কিছুই ভালো লাগছেনা, ঘামাচ্ছি খুব, আচ্ছা ট্রেন তো রাত এগারটায় ,তুর্ণা নিশিতা .....ঢাকা টু চট্টগ্রাম,আর আজ ঠিক এগারোটায় আমার প্রেমও ছড়িয়ে পড়বে ঢা....কা ....টু চট্ট.....গ্রা.....ম,



কি করা উচিত আমার ? আমিই তো এসব করেছি, যা হচ্ছে যা হয়েছে সব আমার ইচ্ছায়......তাহলে আমার এত অশান্তি লাগছে কেন? না ....অন্য কোনো কারণ আছে, নিশ্চই আজ গরম বেশি পড়ছে, উপরে তাকিয়ে দেখি, না ফ্যানও খুব জোরে ঘুরছে, বারান্দায় যেতে ইচ্ছে করছে, ওই জায়গায় গেলে আমার সব ঠিক হয়ে যায়, পুবের বারান্দা .......খোলা আকাশ, ঝিরিঝিরি বাতাস আর দূরের রাস্তায় ছুটে চলা গাড়ি,



সেদিন রাইমা এমন না করলেও পারতো,ওর বিয়ে ঠিক হয়েছে সেই খবরটা এভাবে ডেকে নিয়ে দেয়ার কি আছে ?খবরটা আমাকে না জানিয়ে বরং চুপচাপ বিয়ে করে বাচ্চার খবরটা দিতে পারতো .......

"সুমন হ্যালো ....শুনেছিস আমার একটা বেবী হয়েছে,খুব সুন্দর ফুটফুটে,দেখতে মোটেই তোর মত কালো না .....তবে হাতের নখগুলো আর চোখগুলো হুবুহু তোর সাথে মিল !! ও হো ....তোকে তো বলাই হয়নি গত বছর আমি বিয়ে করেছি ......তোকে বলতে পারিনি ,আমাদের পরীক্ষা শেষ হবার ঠিক একুশ দিনের মাথায় .....বাবুর আব্বু চট্টগ্রামেই থাকে .....বিজনেস আছে "



মেয়েটাকে আজ চার বছর ভালবাসি,আমার ভার্সিটি লাইফের পুরোটা সময় তার সাথে কেটেছে,কিন্তু কখনোই চোখ তুলে বলা হয়ে উঠেনি " রাইমা তোকে ভীষণ ভালবাসি " হয়তোবা সেই কথা বলার অধিকার কখনোই রাইমা দেয়নি, নতুবা বন্ধুত্বের সম্পর্কে ইতি টানার ভয়ে অথবা নিজের যোগ্যতা নিয়ে দোটানায় ভূগে আর নইলে নীরবে রাইমার জন্য অপেক্ষায় !!



খুবই খামখেয়ালী মেয়ে,বড়লোক বাবার একমাত্র,চট্টগ্রাম থেকে এসে যেদিন ঢাকায় ভর্তি হয় সেদিন থেকে আমার সাথে বন্ধুত্ব .....আর তার পর থেকে গত চার বছর সব ইতিহাস,সারাদিন সুমন সুমন করে কাটায় ! মন চাইলেই রাতের বেলা ফোন দিয়ে দুরে ঘুরতে চাইবে ..



চোখের পানি মুছে আবারও মোবাইলটা দেখলাম,এখনো 20মিনিট বাকি,রাইমা এগারোটার ট্রেনে চলে যাবে,সাত দিন পর বিয়ে,আমার ধারণা সে ফোন দিবে,দিয়ে বলবে ;

"সুমন কই তুই? সোজা স্টেশনে চলে আয়,বাড়ি যাবোনা,সারারাত তোর সাথে ঘুরে সকালে আমরা বিয়ে করে ফেলবো,আব্বুকে আমি ম্যানেজ করব,আর কাল বিয়ের পর তুই আমাকে ভালবাসি বলবি ......ওকে ?নাকি তখনো আমাকে ভয় পাবি ?"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.