![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
হে অভাগিনী,হে বোকা রমণী
তোরে এত ভালবাসি
আজো বুঝলিনি,
এ পরান মোর তোর লাগি কত কাঁদে,
দিবালোকে অথবা সমাপনী রাতে,
সদা গোপনে,ভেজা নয়নে,
তোরে ভেবে যাই আনমনা মনে !
ওরে পাগলী মেয়ে,তোর পানে চেয়ে
বসে থাকি রোজ, কপাট খুলে !
হওয়া ঝিলমিলে পড়ন্ত বিকেলে
দাড়িয়ে থাকি হাত বাড়িয়ে ,
এ যতন মোর বেদনাতো নয়
প্রতিটা সময় ভালোবাসাময় !
হে অবুঝিনী,হে দুর্ভাগীনি
মোর ভালবাসা আজো বুঝলিনি,
এক জনমে তোর পাশে বসে
নয়নে নয়ন রাখার সুযোগ দিলিনি !
কোনো বরষায় ভেজা দুপুরে
তোর হাতে হাত রাখা হয়নি,
ওহে স্বপ্নবিলাসিনী,আয় এক করে নিই
তোর আর মোর আলাদা জনম,
ভুল করে সব, আয় ভুলে যাই
যত অভিমান , যত পিছুটান !
চলনা আবার,হাতে হাত রেখে
স্বপ্ন সাজাই, নব ভালবাসার গল্প বানাই ;
(অবুঝ অভিমান/ শামীম মোহাম্মদ মাসুদ )
©somewhere in net ltd.