![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
নষ্ট পাড়ার নষ্টা মেয়ে
শরীর বেচে খায় !
নষ্ট জীবন নষ্টা হয়েই
কষ্টে কেটে যায় !
ভদ্র পাড়ার সভ্য ছেলে
নষ্ট পাড়ায় যায় !
নষ্টা মেয়ের বুকে শুয়েও
সভ্য রয়ে যায় !
নষ্টা মেয়ে সভ্য ছেলে
একই বিছানায়
নষ্টা সভ্য তফাৎ করে
কেবল জাত পাড়ায় !!
( নষ্ট পদ্য / শামীম মোহাম্মদ মাসুদ )
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই ।।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১
আরণ্যক রাখাল বলেছেন: একমত| সুন্দর ছন্দময় সমাজমনষ্ক পদ্য