নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

খেসারত

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:১২

তোকে ভুলতে গিয়ে আমি রাত আর দিনের পার্থক্য ভুলে গেছি,
তোকে ভুলতে গিয়ে আমি ভুলে গেছি
আমার যৌবনে দেখা ঐতিহাসিক প্রেমের স্বপ্নগুলো
আমি ভুলে গেছি এ পাড়া ও পাড়া দাপিয়ে বেরানো
উত্তরের হিমেল বাতাসের শপথ !
যে শপথে কেবল মিশে ছিল তোকে ভালোবাসার গল্প।

তোকে ভুলতে গিয়ে আমি হাসি ভুলে গেছি
তোকে ভুলতে গিয়ে আমি ভুলে গেছি
সহস্রাদিক প্রেমের কবিতা, যে কবিতা তোকে রোজ শুনিয়ে
ঘুম পাড়ানো আমার নৈতিক অধিকার ছিল।
তোকে ভুলতে গিয়ে আমি উত্তর আর দক্ষিন মেরু ভুলে গেছি!
আমি ভুলে গেছি তোকে দেয়া সেই প্রথম দিনের চুম্বনের স্বাদ

বালিকা,কেবল তোকে ভুলতে গিয়ে আমি আমার ঈশ্বরকে ভুলে গেছি
আমি ভুলে গেছি আমি কি বেঁচে আছি, নাকি মরে গেছি সেদিন
যেদিন থেকে তোকে ভুলে যেতে চেষ্টা করছি !

খেসারত/ শামীম মোহাম্মদ মাসুদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.