![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
প্রিয় মেঘদেবী,
আশা করি ভালো আছো। প্রতি ভালোবাসা দিবসে তোমাকে একটা খোলা চিঠি লেখা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা দিবস আমাদের জন্য অত্যান্ত স্পেশাল একটা দিন। আজ থেকে দুই বছর আগে এই দিনেই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়েছিলাম। তারপর গত ভ্যালেন্টাইন আমরা একদমই আলাদা ও একা কাটিয়েছি।বিগত এক বছর আমাদের জীবনে নানান ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছে তা হল তোমার বিয়ে। আমাদের দুই বছরের আলাদা জীবন তুমি গত মাসে অন্য এক ভুবনে পা রেখে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছো।
মেঘদেবী, তোমার বিয়ের পর আমার জীবনে কিছু পরিবর্তন এসেছে। তোমার প্রতি আমার যে অপরাধবোধ, আমি জানি আমি কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারবোনা। তবুও আশ্চর্যজনকভাবে আমার মধ্যে কিছুটা স্বস্তি কাজ করছে এখন। অন্তত তোমাকে দেখার জন্য, তোমাকে নিয়ে ভাবার জন্য, তোমার ভালো মন্দের দায়িত্ব নেওয়ার জন্য একজনতো আছে। এখন তাই আমাকে রাত জাগা দুশ্চিন্তা গ্রাস করেনা। মেঘলা আকাশের মত তোমাকে ভেবে মুখ ঘোমরা করে থাকতে হয়না। কি ? আমাকে বড্ড স্বার্থপর ভাবছো? সেটা আর নতুন কি, মানুষ হিসেবে আমি একজন পরাজিত মানুষ। তোমার অতল ভালোবাসার কাছে আমি হেরে যাওয়া এক ডুবন্ত প্রেমসাঁতারু !
মেঘদেবী, আমার কাছে এখন মনে হয় ভালোবাসাটা একটা বৃক্ষের মত। যার শিকড় থাকে, অনেকগুলো ডালপালা থাকে। একটা গাছের সবগুলো ডাল যখন কেটে ফেলা হয় তখন কিছু গাছ মরে যায়। আবার কিছু কিছু গাছ আছে ডালপালা কাটার অসম্ভব কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে। কিন্তু শিকড় কেটে ফেললে কোন গাছ সাধারণত বেঁচে থাকেনা। তুমি বোধহয় আমার প্রেমবৃক্ষের শিকড় ছিলেনা ! নইলে তোমাকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরও আমি কেন বেঁচে আছি ? কিভাবে বেঁচে আছি? কি? আমাকে খুবই খারাপ মানুষ মনে হচ্ছে? মানুষ হিসেবে আমি আগে নিজেকে ভালো মনে করতাম। তোমাকে বারবার ফিরিয়ে দিবার পর, তোমার কান্নাগুলো যেদিন আমার নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারেনি, সেদিন থেকে নিজের উপর নিজের ভালোমানুষি আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে । থাক না, বাদ দাও এসব কথা। তুমি আমাকে যতটুকু চিনো, তার থেকে বেশি বোধহয় কেউ চিনেনা। নিজেকে লুকিয়ে রাখার কৌশল আমি সবার কাছে প্রয়োগ করতে পারলেও এই জীবনে তোমার কাছে নিজেকে কখনোই লুকাতে পারিনি।
মেঘদেবী, তোমার বিয়ের পর তোমাকে এখনো জিজ্ঞেস করা হয়ে উঠেনি। তোমার নতুন জীবন কেমন কাটছে। বলা হয়ে উঠেনি, আমাকে কি মনে পড়ে তোমার? এই অপরিচিত যুবকের বুকে যে দীর্ঘশ্বাসের ফোয়ারা ফুটাও তা কি আমাকে না পাবার শূন্যতায় ? তোমাকে জিজ্ঞেস করা হয়ে উঠেনি ওই পুরুষটার হাতের ছোঁয়া আর চুম্বনে তুমি কতটুকু শিহরিত হও? আমি জানি এসব জিজ্ঞেস করার কোন অধিকার আমার নাই, আমি বরং খুশি হব এটা শুনলে যে ওই অপরিচিত পুরুষটা তোমার পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমার ভেঙ্গে দেয়া স্বপ্নের দায়িত্ব নিয়ে ওই পুরুষটা তোমাকে সবচেয়ে ভালো রেখেছে। আমি নাহয় তুমিহীন এক অনাবিল শুন্যতা নিয়ে চলে যাব, মানিয়ে নিব অন্য কোন শরীরের সাথে। তুমি তোমার স্বামীর শিকড় হও, আমি নাহয় অন্য কারো ডালপালা হয়ে চালিয়ে নিবো বাকি জীবনটুকু। কারন আমি জানি, কেউ কখনো তোমার মত হতে পারবেনা। তোমার মত অসম্ভব ভালবাসতে পারা মেয়ে বিধাতা খুব কম সৃষ্টি করেন।
ভালো থেকো, তোমার ভ্যালেন্টাইন ভালোবাসায় ভরে যাক। কথা হবে অন্য কোন চিঠিতে। শুভ ভালোবাসা দিবস মেঘদেবী। শুভকামনা।
ইতি,
আমি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৭
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: মেঘদেবী এই চিঠি পেয়েই আজকে যোগাযোগ করেছে
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৫
অতঃপর হৃদয় বলেছেন: মেঘদেবি আপনিও একটি খোলা চিঠি পাঠান এনার কাছে।