নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

সবাইকে আমাদের নিজস্ব নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭

আমাদের গর্ব করার মত একটা ব্যপার হচ্ছে বাংলা সন। আমাদের ভাষায় আমাদের নিজস্ব নিয়মে একটি ক্যালেন্ডার আছে, আমাদের মত করে ১২ টি মাস আছে। ব্যপারটা আসলেই গর্ব করার মত। পৃথিবীতে অনেক অনেক ভাষা আছে, আনেক জাতি আছে। কিন্তু কয়জনের নিজস্ব ক্যালেন্ডার আছে? সন গননা করা নিজের ভাষায়, মাস গননা করা মায়ের ভাষায় এর থেকে আনন্দের আর কি হতে পারে?

যদিও আমরা আমাদের ক্যালেন্ডার নিজেরা অনুসরণ করিনা। খুব বেশি একটা লোক এই সম্পর্কে জ্ঞান রাখিনা, মুখস্ত রাখিনা। আমি নিজেও প্রতিদিনের বাংলা তারিখ মনে রাখার দরকার বোধ করিনা। এর আসল কারন ইংরেজি সনের প্রভাব। ইংরেজরা সারা পৃথিবীতে তাদের ক্যালেন্ডারকে তারা জনপ্রিয় করতে পেরেছে।তারা খুব সুন্দরভাবে পরিশ্রম করে দীর্ঘদিন চেষ্টা করে, ত্যাগ করে, বিশ্ব শাসন করে তাদের নিজস্ব ক্যালেন্ডার সারা পৃথিবীতে চাপিয়ে দিয়েছে অথবা নিজের জাতিগত জ্ঞানে, ক্ষমতায় তাদের ক্যালেন্ডারকে এতটাই জনপ্রিয় করেছে যে আমরা তাদের নিয়মে চলতে বাধ্য হয়েছি।

আমরাও এরকম ইংরেজদের মত একটা ভাষার মালিক, একটা জাতি, একটা ধর্ম,আর একটা ক্যালেন্ডার বহন করি। কিন্তু ওরা পারলেও আমরা সেটা পারিনি। আমরা সেটা পারার চেষ্টাও করছিনা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যপার আমরা আমাদের সেই ক্যালেন্ডার অনুসরন, উদযাপন করাকে ধর্মীয় সংকীর্ণতায় নিয়ে এসেছি। যেখানে আমরা আমাদের ক্যালেন্ডারকে বিশ্বব্যাপী প্রচার করবো, প্রতিষ্ঠা করবো সেখানে আমরা এটাকে হারাম হারাম বলে বয়কট করছি।

যাই হোক একদিন আমাদের ভাষা, আমাদের ক্যালেন্ডার, আমাদের নববর্ষ সারা বিশ্বব্যাপী ব্যাবহার হবে, উদযাপিত হবে সেটাই আশা। আমরা অন্তত নিজেরা নিজেদেরটা উদযাপন করতে শিখি সেই আশা নিয়েই শুরু হোক এবারের নতুন বছর।

সবাইকে আমাদের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা (সকাল থেকে)। শুভ নববর্ষ :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.