![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
এই শহরের ব্যস্ত রাস্তার যে ফুটপাত ধরে আমি হেঁটে যাই,
সেই একই ফুটপাতে রোজ তুমিও হাঁটো।
একদিন কোন এক পথে গোধূলি বেলায়
তুমি যখন সব ব্যাস্ততা শেষে ঘরে ফিরবে ফুটপাত ধরে,
নিজের অজান্তেই একবার থমকে যাবে!
আমার পা যে পথ স্পর্শ করেছিলো ঠিক সেখানেই তোমার পদচিহ্ন তোমাকে থামিয়ে দিবে।
তারপর সেই ফুটপাত ধরেই আমার কাছে চলে এসো।
যেখান থেকে আমি চলতে শুরু করেছিলাম
আর এখন যেখানে আছি ঠিক সেখানে এলেই আমাকে পাবে।
আমার ঠিকানা এই নগরীর সমস্ত ফুটপাতের জানা আছে;
(ফুটপাত ©শামীম মোহাম্মদ মাসুদ)
©somewhere in net ltd.