নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

প্রপোজ

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

সেদিন আমার ভীষণ রকম ভাব ছিলো
মনের ঘোরে লজ্জাবতীর কাম ছিলো
শরীর কেবল ভীষণভাবে ঘামছিলো !

সেদিন আমি হাওয়ার বেগে ছুটছিলাম
চোখের কোণে রঙীন স্বপ্নে ঘুরছিলাম
প্রেমের মোহে দিনের আলোয় ঝুটছিলাম !

সেই বিকেলে আকাশজুড়ে বর্ষা ছিলো
লজ্জামাখা তোমার গালটা ফর্সা ছিলো
আমার প্রেমে সেদিন কারো ঈর্ষা ছিলো !

আমরা সেদিন মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম
কি বলবো সেটাই কেবল ভাবছিলাম
কিছু একটা বলতে চেয়েও থামছিলাম !

তোমার চোখে তাকিয়ে কেবল দেখছিলাম
সাহস করে "ভালোবাসি" বলেই দিলাম
সেই বিকেলেই নিবিড়ভাবে তোমার হলাম !

(প্রপোজ / শামীম মোহাম্মদ মাসুদ )

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভালবাসার কবিতা সুন্দর হয়েছে
শুভেচ্ছা

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৮

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল।

২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কবিতা পড়ে প্রথম প্রেমিকাকে প্রয়োজন করার ঘটনা মনে পড়ে গেল। সেদিনও এমন বৃষ্টি ছিল।
আপনার কবিতা ভাল হয়েছে ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৯

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: হাহাহাহা। ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৯

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.