নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বিক্রয়ের জন্য নয়

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০১

আজকাল সবকিছুই বেচাকেনা হয়
আবেগ, অনুভূতি, প্রেম এমনকি সময়ও।
শরীরতো সেই বহুকাল আগে থেকেই পন্য হিসেবে বাজারের চাহিদার শীর্ষে।
চার দেয়ালের বন্ধী আত্মাগুলো যেদিন থেকে আধুনিক হয়ে যাচ্ছিলো সেদিন থেকে মানুষের পঁচন শুরু হয়েছে।

আমিতো চাইলেই কিনে নিতে পারি এক ডিব্বা কঠিন চাহিদা অথবা
আধুনিক মার্কেটিংয়ের যুগে অত্যান্ত সুন্দর প্যাকেটে মোড়ানো এক বোতল অপুরন্ত ভালোবাসা।
হাত বাড়ালেই মুঠোয় নিতে পারি একতাল উষ্ণ মাংসপিণ্ড।
কিছু শ্লীল শব্দের সামনে পিছনে জুড়ে দিতে পারি বেমালুম নগ্নতা,

অথচ দেখো আকাশমনি, এখনো ভোরের তেজে দুপুর গড়ায় নিরবধি
পৃথিবী থমকে যায়নি একবিন্দু
আমি হয়তো চাইলেই একদিন ঈশ্বরের ডিমান্ড অনুযায়ী কিনে নিতে পারবো সমগ্র বিশ্ব-ব্রম্মান্ড!
কিন্তু তুমি কি আমাকে সেই কিনে নেয়া সমগ্র বসুধার বদৌলতে তোমাকে প্রথম জড়িয়ে ধরার অনুভূতি ফের দিতে পারবে?
অথবা দিতে পারবে তোমাকে দেয়া আমার প্রথম চুম্বনের শিহরন দ্বিতীয় বার?

আধুনিক বিপননের এই যুগে অনেক কিছু বিকিকিনি হলেও প্রথম অনুভূতির প্যাকেটে সর্বদা লেখা থাকবে, একবার ব্যবহারযোগ্য!
হয়তো প্রথম সবকিছু বারবার প্রথম হয়ে ফিরে আসে ভিন্ন ভিন্ন শরীরে, ভিন্ন ভিন্ন আত্মায়।
কিন্তু আমাদের প্রেমে আমরা প্রতিদিন প্রথম অনুভূতি হয়ে সারাটি জীবন কাটাতে চাই।
আমাদের প্রেমের শো-রুমে একটা সাইনবোর্ড লাগিয়ে দাও বড় করে,
"নট ফর সেল-বিক্রয়ের জন্য নয়"

(বিক্রয়ের জন্য নয়-শামীম মোহাম্মদ মাসুদ)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

কানিজ রিনা বলেছেন: প্রেম আত্ব্যা জম্মাদাত্রী মায়ের মত। সন্তানকে
যেমন মা মৃত্যুর আগ পর্যন্ত কাছে পেতে চায়।
ঠিক শুদ্ধ প্রেম গুল তেমনি। নারীরা সবাই মা।
কিন্তু নিজের মায়ের অভাব অন্য মা পুরোন
করতে পারেনা। তাইত শুদ্ধ প্রেমের অভাব
জনে জনে পুরোন হয়না। টাকা দিয়ে পতিতার
ন্যাকামী ভালবাসা পাওয়া যায়। টাকার লোভে
ভোগ বিলাসীতায় মুগ্ধ হয়ে অনেক নারী
সান্বীধ্যে আসে প্রেম ছলনায় আসল কি নকল
পড়ে বুঝা যায়। যে ভালবাসায় বিকিকিন হয়না
সেই প্রেম, টিকাতে সবাই পারেনা। ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.