![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
তোমাদের দেশে আমি এক বিচ্ছিন্ন নগরী।
যেখানে আদিখ্যেতা নেই,উল্লাস নেই
যেখানে কোন মানুষের বাস নেই, শব্দ নেই
কোন ভোরে এখানে পাখিদের মিছিল হয়না
সুনিপুণ হাতভরে কেউ মায়া বিলিয়ে দেবার মত
নিখাত ভদ্রতাটুকুন কখনো দেখায়না!
তোমাদের দেশে আমি এক অসামাজিক নগরী
যেখানে কেউ কাউকে খুঁজে দেখার ভান করেনা
একগুচ্ছ গোলাপ হাতে কেউ কাউকে প্রেম
নিবেদন করেছে কিনা তা শোনা যায়নি।
অথবা রাতের গভীরের নিঃশব্দে কোন মানবী
তার প্রেমিকের ঠোটে চুম্বনের দাগ ফেলেছে বলে দেখা যায়নি!
তোমাদের দেশে আমি এক বেখেয়ালী নগরী।
এখানে কেউ কারো নয়, সবাই একেকজন স্বতন্ত্র রাষ্ট্র
যেখানে নগর প্রধানের জন্য কেউ কখনো কাঁদেনি
অভ্যাসে কোনদিন ছুঁয়ে দেখেনি তার স্বপ্নবার্তা।
কোন বিদ্রোহ অথবা বিদ্রুপ তাকে বিচলিত করেনি
কেউ তাকে কখনো বলেনি, তুমি একা কেন?
তবু রাত পেরুলেও এই নগরীর সেই নগরপিতা
ঘরের কপাট খুলে অপেক্ষায় থাকে,
হয়তো কোন স্লোগানে মিছিলে কেউ আসবে..
তোমাদের দেশে সে আবার ফিরে যাবে,
তোমাদের একজন হয়ে এক সুর্যমাখা ভোরে
কোন সাবালিকার এক টুকরো নগরী হয়ে।।
(বিচ্ছিন্নতা / ©শামীম মোহাম্মদ মাসুদ)
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লেখা। ভাল লাগল।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: না -এর নিজস্ব অর্থ থাকায়, বাক্যে স্বাধীনভাবে বসে। হয় না, দেখায় না।
কবিতা মোটামুটি লাগছে। মেদযুক্ত।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০
শ.ম. শহীদ বলেছেন: অসাধারণ!
খুব ভালো লাগলো কবিতা।
কবিকে অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানাই।