![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
- তোমাকে আজ ক্লান্ত লাগছে ভীষন।ঘুমিয়ে পড়ো
- আমার চোখে ভালো করে চেয়ে দেখো, শুধু ক্লান্তিই দেখা যায়?
- যেখানে ক্লান্তি থাকে সেখানে প্রেম থাকেনা, তুমি টায়ার্ড হয়ে গিয়েছো নীলিমা
- প্রেম! প্রেম প্রেম প্রেম..তুমি প্রেম কি বুঝো?
- বুঝি বলেই আজকে এখনো তোমার প্রয়োজনীয়তা আগলে রেখেছি ভীষন যতনে
- হুহ, প্রয়োজন তো মানুষের অনেক কিছুই থাকে। বিলাসিতার জন্য দামী গাড়ি, দামী ঘড়ি, বডি স্প্রে। অথবা মন রিফ্রেশমেন্টের জন্য সমুদ্র। মানুষের আবার বেঁচে থাকার জন্য অক্সিজেনও লাগে। আমি কখনো তোমার অক্সিজেন হতে পারিনি কবি..
- তুমি কখনো আমাকে বুঝতে পারোনি নীলিমা
- আর কি বুঝার আছে আমার? এখন আমার চোখে ক্লান্তি দেখো প্রেম দেখোনা। তোমার মনে এখন আমার জন্য কোন বসন্ত নেই। তুমি মিথ্যুক, একটা আস্ত হিপোক্রেট। কাব্যে আর বাস্তবের বক সাজোয়া হকার তুমি!
- আচ্ছা, মেঘের ওপারে তুমি কখনো আকাশ দেখেছো? দেখোনি তো? দেখবে কি করে। এটা আকাশের হিপোক্রেসি। আকশের রং নীল।মেঘের আড়ালেও নীলই থাকে...অথচ কখনো কালো, কখনো সাদা, কখনো ওই আকাশ রংধনুর সাত রঙে রাঙা।
- শেইম কবি, নিজেকে কল্পনার আকাশ ভেবে সুখী হবার ভান করো অথচ নিজের আকাশে আজ তুমুল ঝড়!
- আমিতো রোজ তোমাতে ঝড় তুলে সুখ পাই। তুমি আমার আকাশ হবে? যেদিন ভেঙে পড়বে সেদিন তোমার পৃথিবীর সমস্ত অক্সিজেনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। আর যদি না ভাঙে তাহলে অনন্তকালের জন্য তুমি আমার...
- তোমাকে আজ ভীষন ক্লান্ত লাগছে কবি। তুমি বিশ্রাম করো, আজ বরং আমি আসি
- তুমিও আজ ক্লান্ত। এসো আমরা আজ ক্লান্তির বিলাসিতা করি। এক মহাকাল কাটিয়ে দেই তুমুল বিশ্রামে!
(কথোপকথন-১১/ শামীম মোহাম্মদ মাসুদ)
©somewhere in net ltd.