নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩৯

কত কিছু দেখেও না দেখার ভান করে থাকি,
কত কিছু শুনেও শুনিনা মনে করি,
কত কিছু বুঝেও এড়িয়ে চলি!
আগে যা চাইলেও পারতাম না।
এর নাম বড় হওয়া, বড় হচ্ছি রোজ একটু একটু করে
জ্ঞানে, বুদ্ধিতে, জাতে আর কাজে।
হয়তো মানুষ হতে গিয়ে ভিন্ন কিছু হচ্ছি
নয়তো সত্যিকার মানুষ হচ্ছি।
পার্থক্য বুঝে আসেনা
এর মানে আমি এখনো বড় হতে পারিনি!
তবে, বড় হচ্ছি রোজ একটু একটু করে।।

কেমন আছে দেশ?
আমি কেমন আছি?

এসব নিয়ে ভাবতে গেলেই একটা শকুন দেখতে পাই
দিগন্তে ডানা মেলে উড়ছে, বেদম উড়ছে
জমিনে ছড়ানো শত শত লাশ, গলিত আর অর্ধ-গলিত!
চারদিকে কোটি কোটি ভয়ংকর মুখ
শুধু আর্তনাদ, আহাজারি আর কান্নার শব্দ
এক টুকরো সবুজ নেই, প্রশান্তির বাতাস নেই।
মানুষ কেবল ছুটছে ছুটছে!!
সবাই এসব দেখেও না দেখার ভান করে আছে
কারো আর্তনাদ কেউ শুনছে না
সব বুঝেও সবাই এড়িয়ে যাচ্ছে।
আমিও কবি হয়ে ঝিম মেরে কবিতার লাইন খুঁজছিলাম

দেশ কেমন আছে আমরা কেউই জানিনা
তবে আমি ভালো আছি, বড় হচ্ছি রোজ একটু একটু করে।।

(অনুভূতি/শামীম মোহাম্মদ মাসুদ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:১৯

কাইকর বলেছেন: সুন্দর

২| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: জীবনটা বুঝতে বুঝতেই জীবন শেষ হয়ে যায়।

৩| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: অনুভূতি শেষ :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.