|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
তোমাকে মানচিত্র ভেবে রোজ আঁকড়ে ধরি
প্রিয় স্বদেশের মত তোমাকে বেশ আপন লাগে
প্রতিদিন মানচিত্রে তোমাকে খুঁজি!
তুমি মানচিত্র হয়ে পড়ে থাকো স্থির হয়ে
আমি তোমার বুকে খুজে বেড়াই কেওক্রাডাং,
দক্ষিনের মালভূমি আর উত্তরের লাল পাহাড়!
তারপর মুহুর্তেই খুজে পাই আজন্ম বয়ে চলা
পদ্মা, মেঘনা আর যমুনা নদী;
আমি সাঁতরে বেড়াই সেই উত্তাল জলে।
মানচিত্রে নিজ হাতে বিলি কাটি সুন্দরবনে
কোথাও কোথাও লুকানো আছে পার্বত্য ঘন জঙ্গল।
সর্বশেষ যে সেন্টমার্টিন দ্বীপ সেটি আমার খুব পছন্দের।
একসময় আমি আর ভাবতে পারিনা
সবকিছু অচেনা অজানা হয়ে ধরা দেয়।
কিন্তু তুমি বিশ্বাস করো তোমার শরীরের মানচিত্রের
টেকনাপ থেকে তেতুলিয়া আমার চেনা।
তুমি রোজ মানচিত্রের মত মাথা ঠেলে পা গুটিয়ে থাকো
আর আমি তোমাকে আমার স্বদেশ ভেবে দেখি!
তোমার সমস্ত শরীরে আমি মানচিত্র আঁকি,
তুমি আমাকে পর্যটক ভেবে আহবান করো তোমার দেশে!
(মানচিত্র/ শামীম মোহাম্মদ মাসুদ)
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০  ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ২:১৯
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: আমাদের সমগ্র কিছুই বিচিত্র ভাই। শুভকামনা রইলো
২|  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫০
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:২৭
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:২৭
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩|  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:১১
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:১১
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশ সুন্দর !
  ১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:২৮
১৯ শে আগস্ট, ২০১৮  বিকাল ৪:২৮
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই
৪|  ১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
১৯ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
লায়নহার্ট বলেছেন: {পৃথিবীর কোন মানচিত্র সঠিক নয়, কারন পৃথিবী গোল}
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
১৯ শে আগস্ট, ২০১৮  দুপুর ১:১৩
বিজন রয় বলেছেন: হা হা হা ..... কবির কল্পনা বড়ই বিচিত্র!