নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অভিশাপ

১৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৫৮

তোমাকে ছেড়ে গেলাম, তারপর
তুমি আমাকে অভিশাপ দিলে; তোমাকে আমৃত্যু ভুলতে না পারার অভিশাপ!
এরপর তুমি ইহজগতের সমস্ত সুখের পশরা সাজিয়ে আমার তামাশা দেখলে।
অন্যদিকে আমি তোমার দেয়া সেই অভিশাপ নিয়ে,
তোমাকে সমস্ত মহাদেশজুড়ে খুঁজে বেড়াই।

এত বড় অভিশাপ সমস্ত মানবকূলের কেউ কাউকে দিয়েছে বলে জানা যায়নি।
আবু লাহাবকে ধ্বংস হওয়ার অভিশাপ দিয়েছিলো সর্বশক্তিমান।
কিন্তু তুমি আমার ধ্বংস চাওনি, আমাকে তুমিবিহীন ছারখার করা এক জীবন দিয়েছো!
তোমাকে ভুলতে না পারা বোধহয় এ জগতের সবচেয়ে অসাধ্য কাজ।
সমুদ্রও মাঝেমধ্যে ভুলে যায় তার বুকে অসীম জলের প্রবাহ আছে।
অথচ দেখো আমি তোমার প্রেমের প্রবাহে ভেসে বেড়াচ্ছি-
এক মহাকাল থেকে অনন্ত মহাকাল।
একটা অভিশপ্ত জীবন এতটা দীর্ঘ কি করে হয়!

(কবিতা: অভিশাপ ©শামীম মোহাম্মদ মাসুদ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: শিরোনামে কেন লিখে দিতে হয়- কবিতা?
আমরা পড়লে কি বুঝতে পারবো না- আপনি কবিতা লিখেছেন?

১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। বিবেচনায় নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.