নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

PR পদ্ধতি

২৯ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২১

বিশ্বের যেসব দেশে PR পদ্ধতিতে নির্বাচন হয় (বা আংশিকভাবে):

সম্পূর্ণ PR পদ্ধতিতে:
১. ইসরায়েল
২. নেদারল্যান্ডস (Netherlands)
৩. ডেনমার্ক
৪. নরওয়ে
৫. সুইডেন
৬. ফিনল্যান্ড
৭. সুইজারল্যান্ড
৮. বেলজিয়াম
৯. পর্তুগাল
১০. অস্ট্রিয়া

আংশিক বা মিশ্র PR পদ্ধতি:
(যেখানে PR পদ্ধতির সাথে FPTP বা অন্য কোনো পদ্ধতির সমন্বয় রয়েছে)

১. জার্মানি – Mixed Member Proportional (MMP)
২. নিউজিল্যান্ড – MMP
৩. দক্ষিণ আফ্রিকা – জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে PR
৪. ইতালি – একটি মিশ্র ব্যবস্থা
৫. জাপান – কিছু আসনে PR
৬. দক্ষিণ কোরিয়া – কিছু আসনে PR
৭. রাশিয়া – কিছু আসনে PR
৮. হাঙ্গেরি – মিশ্র পদ্ধতি
৯. পোল্যান্ড – মূলত PR ভিত্তিক
১০. ইন্দোনেশিয়া – PR ভিত্তিক

কালকে অবশ্য চরমোনাই পীর সাহেব কইছে, যে পিআর বুঝেনা তার রাজনীতি করার দরকার নাই। বিশ্বের এই দশ বিশটা দেশ ছাড়া বাকিরা কি রাজনীতি ছেড়ে দিবে কিনা হুজুর অবশ্য সেটা স্পষ্ট করেননি। হুজুর মুরিদদের কাছ থেকে যে দান দক্ষিণা পান সেটা কি পিআর পদ্ধতিতে নেন কিনা তাও তিনি ক্লিয়ার করেন নাই।

আমি অবশ্য এইসব পিআর টিআরে নাই। আমার কথা হইলো আমার এমপি আমি ভোট দিয়া ঠিক করুম। এলাকার সুবিধা অসুবিধা হইলে তারে গিয়া ধরুম, খারাপ করলে গাইল দিমু। আমরা যারা দলকানা না, অন্ধ কোনদলের সমর্থক না তারা তো এলাকার এমপি প্রার্থী কে হইছে, তার স্বভাব চরিত্র কেমন তা দেইখা ভোট দেই। আমরা দল দেইখা অন্ধের মত দলের মার্কায় ভোট দেইনা। আমাদের ভোট প্রার্থী অনুযায়ী বদলায়। তাইলে পিআর হইলে আমরা কারে ভোট দিমু??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

ঢাবিয়ান বলেছেন: এত এত ছাত্র রক্ত দিয়েছে কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয় । সংস্কার বিনা এক মাফিয়া পরিবার তান্ত্রিক দলের বদলে আরেক মাফিয়া পরিবারতান্ত্রিক দল ক্ষমতায় আসলে এই দেশের কোন পরিবর্তনই হবে না। PR পদ্ধতি এখন এই সময়ের দাবী ।

২| ২৯ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০২

শাহিন-৯৯ বলেছেন:

নিম্নকক্ষে বর্তমান নিয়মে হবে তারা মূলত দাবি করছে উচ্চকক্ষে, যদি উচ্চকক্ষে পিআর না হয় আসনভিত্তিক হয় (বিএনপির চাওয়া মত) তাহলে উচ্চকক্ষ করার কি দরকার? উল্লেখ্য কমিশন নিম্নকক্ষ বর্তমান নিয়মে আর উচ্চকক্ষ পিআর করার প্রস্তাব দিয়েছে এখন উচ্চকক্ষে পিআর হলে সমস্যা কোথায়?

৩| ২৯ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: নির্বাচিত সরকার ঠিক করবে দেশ কিভাবে চলবে।এই সরকার সংবিধান মেনেই গঠিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.