![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
এই যে তুমি হঠাৎ করে সামনে আসো
মরিচীকার হারিয়ে যাওয়া ছায়ার মতন।
এই যে তুমি মাঝে মাঝে আলো ছড়াও
ভোরে ওঠা রক্তমাখা সুর্য হয়ে।
অগোচরে জানিয়ে দাও, কেমন আছো
চলছে কেমন দিনগুলো সব।
আমার কাছে কেমন লাগে?
এই যে তুমি আমায় দেখাও অদেখা সুখ।
সামনে কেবল পাহাড়সমান ভালোবাসা।
এই যে তুমি ডুবছো প্রেমে গভীর ভাবে,
এক সাগরের অথৈজলে খুশি মনে।
মাঝে মাঝে ঘৃণা ছড়াও-
জানিয়ে দাও, কেমন তুমি সুখে আছো।
আমার কাছে কেমন লাগে?
এই যে তুমি আমার থেকে দূরে আছো
তবুও আমি এমন করে জ্বলছি কেন?
পুড়ছি কেন প্রেম-অনলে?
এই যে তুমি হঠাৎ করে হারিয়ে যাও
খুঁজছি ভীষণ, পাখির মতন সারাদেশে
আমার কাছে কেমন লাগে?
(অসমাপ্ত-৫৯/শামীম মোহাম্মদ মাসুদ)
০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৩
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ভালোবাসা নিবেন ভাই।
২| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৩
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: রাজীব ভাই, ভালোবাসা ❤️
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:২০
এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন