নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি বনাম কর্পোরেট চাকরি

০৪ ঠা আগস্ট, ২০২৫ সকাল ১১:১৫

রাজনীতি আর বেসরকারি অফিসে চাকরির মধ্যে কিছু বিষয়ে মিল আছে। কর্পোরেট পলিটিক্স ব্যাপারটা সম্ভবত সেই কারনেই এসেছে। যেমন ধরেন;

১. এই দুই জায়গাতে আপনি যতদিন থাকবেন ততদিন কাজ করে যেতে হবে। এখানে বসে বসে বেতন নেয়ার সুযোগ নাই। কাজ নাই বেতনও নাই। আপনি যত ত্যাগীই হন, দলে বা কোম্পানিতে আপনার একসময় যত অবদানই থাকুক এখানে থাকতে হলে আপনাকে পরিশ্রম আর কাজ করে যেতে হবে। উপরে উঠতে হলে কাজ করতে হবে, বেতন পাইতে হইলে কাজ করতে হবে। নইলে আপনার চাকরি/পদ নাই, আপনি অযোগ্য।

২. এই দুই জায়গায় তেলের অনেক কদর। উপরস্থ বস/বড়ভাই/নেতাকে তেল মারতে হবে। যে যত কৌশলে তেল মারতে পারবে সে তত বেশি সফল হবে। তেলের কোন বিকল্প নাই। বস ইজ অলওয়েজ রাইট, বসের বিরুদ্ধে গেছেন আপনার পদ নাই, আপনার চাকরি নাই।

৩. এখানে যত উপরে উঠবেন তত আপনার ক্ষমতা বাড়বে। উপরে যাবেন আর প্রভাব বাড়বে, ক্ষমতা বাড়বে, টাকা বাড়বে। উপরে যারা থাকবে তারা নীচের শ্রেণীর কর্মকর্তা অথবা কর্মীদের খালি খাটাইতে থাকবে। নীচের লোকজন টু শব্দ করলেই তারে আউট করে দেয়া হবে।

৪. এই দুই জায়গাতেই আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সকাল থেকে রাত পর্যন্ত খাটা লাগবে। বউ বাচ্চার সময়, পরিবারের সময় আপনার হবেনা। মেজাজ খিটখিটে থাকবে, টেনশন থাকবে, ভয়ও থাকবে।

৫. এই দুই জায়গায় টেনশন আছে কিন্তু পেনশন নাই৷ যতদিন ক্ষমতায় আছেন বা চাকরি আছে ততদিন আপনার দাম আছে। চাকরি নাই, ক্ষমতা নাই আপনার দাম দুই পয়সাও নাই।

৬. এদেরকে পাড়া প্রতিবেশী, আত্মীয়রা মূল্যায়ন করে না। বিয়ে করতে গেলেও পাত্রী পায়না। সবাই নাক শিটকায়ে বলে; এই ছেলে রাজনীতি করে, বেসরকারি চাকরি করে, আমরা বিসিএস ছাড়া মেয়ে দিবো না।

আর কি কি মিল আছে জানাতে পারেন....

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজনীতি হলো টাকা কামানো মেশিন।

০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩০

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: করপোরেটেও টাকা কামায় একটা শ্রেণী।

২| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: রাজনীতিও মানুষ করে। কর্পোরেট চাকরীও মানুষ করে।

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৫

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: এজন্যই দুইটা মিলেমিশে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.