নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক আলাপ

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৪

আজ ঐতিহাসিক ৫ই আগষ্ট। ছাত্র-জনতা এবং সকল রাজনৈতিক দলের যৌথ গণ অভ্যুত্থানে গত বছর এই দিনে অত্যান্ত ক্ষমতাধর আওয়ামিলীগ সরকারের পতন হয়।

আওয়ামিলীগ রাজনীতিতে যে সকল মারাত্মক ভুলগুলো করেছে সেই ভুলের খেসারত হচ্ছে এই ৫ই আগষ্ট। আওয়ামিলীগ সরকারের এই পতন এদেশের সকল রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা সফর। এই শিক্ষাটা এদেশের রাজনৈতিক দলগুলো কতটা কাজে লাগায় সেটাই ভবিষ্যতে দেখার বিষয়।

সমস্যা হচ্ছে আওয়ামিলীগ এখনো ভুলের মধ্যেই আছে। এখনো যে ধরনের রাজনীতি করা দরকার আওয়ামিলীগ তা করছে না। এদেশে আওয়ামিলীগকে আবার রাজনীতি করতে হলে এই গণ অভ্যুত্থানকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। এটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে। বিগত এক বছরে আওয়ামিলীগ তাদের রাজনৈতিক স্ট্র‍্যাটেজি পরিবর্তন করেনি। একই ধাচের ও একই লোক দিয়ে তারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাজনীতি করছে। যা তাদের আরেকটি মহা প্রলয়ের দিকে নিয়ে যাচ্ছে।

আমার কাছে মনে হয় রাজনীতিটা হচ্ছে মানুষের জীবনের মত। আপনি এই কালে যদি ভালো কাজ করেন পরকালে তার পুরষ্কার পাবেন, এই কালে খারাপ কাজ করলে পরকালে তার শাস্তি পাবেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, চলতেই থাকবে। শাস্তি শেষ হবে, আপনি আবার সুযোগ পাবেন।

এদেশের রাজনীতিতে সব দলই ভুল করেছে, অন্যায় করেছে। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে ভুল করেছে তার শাস্তি তারা এখনো পাচ্ছে। আজকে এত বছরেও তারা ক্ষমতার বাইরে। ২০০১-২০০৬ সালে বিএনপি যে ভুল করেছে তার শাস্তি তারা বিগত ১৭ বছর পেয়েছে। বিরোধীদলের সাথে রাজনৈতিক দুরত্ব, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক ভুল বিএনপি করেছিলো বলেই তারা তার শাস্তি পেয়েছিলো। এখন দেখার বিষয় আওয়ামিলীগ ২০২৪ সালে যে রাজনৈতিক ভুল করেছে তার শাস্তি তারা কত বছর পায়।

এদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন খুবই প্রয়োজন। যেভাবে এত বছর রাজনীতি চলেছে তার উপর তরুণ প্রজন্ম ক্ষুব্দ ও বিরক্ত দেখেই ২০২৪ এর গণ অভ্যুত্থান ঘটেছিয়েছিলো এই প্রজন্ম। বিগত এক বছরে দেশের রাজনীতিতে খুব বেশি পরিবর্তন হয়নি। এনসিপিও যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করেছিলো তার প্রতিফলন হয়নি। এরাও হিংসাত্মক আর প্রতিশোধের রাজনীতি করছে। এই ধারা থেকে বের না হতে পারলে মানুষ এদের উপরও আস্থা রাখবে না। যার ফলাফল হবে আবার আগের নিয়মের রাজনীতি এদেশে চলবে। কোন পরিবর্তন হবে না, মানুষ তার কাংখিত রাষ্ট্র পাবে না।

সামনে হিংসা বিদ্বেষ আর রাহাজানির রাজনীতি বন্ধ হোক। মানবিক ও সুন্দর রাষ্ট্র গঠিত হোক এটাই আজকের দিনে সবার চাওয়া। সমস্যা হচ্ছে সেই চাওয়াটা পূরণ করবে কারা? এত বড় মন নিয়ে কোন দল সামনে এগিয়ে আসবে? নাকি এদেশের মানুষের স্বপ্ন আজীবন অধরাই থেকে যাবে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:১১

কাঁউটাল বলেছেন:

২| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:০৮

কামাল১৮ বলেছেন: ষড়যন্ত্রের সফলের ৫ই আগষ্ট।কতৃত্ববাদী শাসনের অবসান হয়েছে।বিনিময়ে এসেছে আরেক দুর্জনের শাসন।

৩| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আহারে---

০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৭

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.