নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক আলাপ

২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১২:৫৫



আমার মতে ডাকসুর ভিপি পদে মুল লড়াইটা হবে সাদিক কায়েম আর আবিদুল ইসলামের মধ্যে। এই দুজনের মধ্যে আমি সাদিক কায়েমের ভালো সম্ভাবনা দেখি। ডাকসুর ভিপি হিসেবে অতীতের ভিপিদের মত যা যা গুণ থাকা দরকার সাদেক কায়েমের সব গুণই আছে। ভিপি নূর, ভিপি মাহমুদুর রহমান মান্নার মত সাদেক কায়েমও একসময় ছাত্রলীগ করতো। তাদের মতই সে ভালো মিডিয়া কভারেজ পেয়েছে, ছাত্রদের মধ্যে ব্যপক জনপ্রিয়তা পেয়েছে, দল বদলেছে, ভালো কথা বলতে পারে, মাথা ঠান্ডা রাখতে পারে। সে হিসেবে আমি সাদেক কায়েমের সম্ভাবনা ভালো দেখি।

এনসিপির আবদুল কাদের ভিপি হিসেবে সবচেয়ে দূর্বল চয়েস। তার ভিপি হওয়ার কোন সম্ভাবনা আমি দেখি না। আবদুল কাদের, মাহিন আর উমামা মিলে যদি প্যানেল করে উমামাকে ভিপি প্রার্থী করতো তাহলে উমামা জিতে যেতো। উমামা প্রার্থী হিসেবে ভালো ছিলো কিন্তু এখন এই ঘরানার ভোট তিন ভাগ হয়ে যাবে।

অন্যদিকে জিএস হিসেবে আমি আবু বাকের মজুমদারের সম্ভাবনা ভালো দেখি। দেখতে শুনতে সুন্দর, স্মার্ট আর ভালো কথা বলতে পারে। এনসিপি এই পদে বাকেরকে ভালো চয়েস করেছে। বাকি প্যানেলগুলোতে ভালো জিএস প্রার্থী নেই। মেগমল্লার বসু খুব বেশি ভোট পাবে না। ফরহাদ হয়তো শিবিরের প্যানেলের সব ভোট পাবে কিন্তু আমার ধারনা এখানে বাকের আরো বেশি ভোট পাবে।

আবার ডাকসুর ভোট নাও হতে পারে বলে গুঞ্জন উঠেছে। এতদিন এনসিপি ডাকসু ইলেকশনের দাবী করেছিলো। কিন্তু এখন মাঠে নেমে তাদের তিনটা গ্রুফিং, নিজেদের দ্বন্দ আর সমর্থনের যে অভাব তা তারা বুঝে গেছে। এখন এই নির্বাচন না হলেই তারা খুশী হবে। ছাত্রদলেও গ্রুফিং আছে, তবে তারেক রহমানের হস্তক্ষেপে আপাতত শান্ত থাকলেও ভোটের মাঠে গ্রুফিং একটা বিরাট সমস্যা করবে। যার ফল ভোগ করতে পারে শিবিরের সাদেক কায়েম।

যাই হোক, দেখা যাক....এসব কেবলই অনুমান আর বিশ্লেষণের আলাপ। বাস্তবতা ব্যালটে প্রমান হবে, সেজন্য অপেক্ষা অনিবার্য। অপেক্ষা জিনিসটা ভালো, জগতে যাদের ধৈর্য আছে তারাই অপেক্ষা করতে পারে। এই বানীটা আপাতত ছাত্রলীগের জন্য স্বান্তনা পুরষ্কার। তাদের নিজের হাতে গড়া সাদিক কায়েমের জয় দেখে তাদের তৃপ্তি পাওয়া উচিত। সে যদি ভিপি হয়, বিদেশ দেখে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সবাইকে দেখিয়ে বলবে; "দেখ দেখ আমার হাতে গড়া ছাত্রলীগ কর্মী আজকে ভিপি হয়েছে (আবেগে চোখ মুছবে)!"

রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হচ্ছে বিএনপির চাঁদা-মাদা বাণিজ্যে তাদের ইমেজ নষ্ট হয়েছে। শিবিরের সংগে তুমুল প্রতিযোগিতা হবে।

২| ২১ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে আলিয়া মাদ্রাসা।
ডাকসুতে যদি শিবির জয়ি হয় তাহলে আলিয়া বলা লোকদের প্রেডিকশন সঠিক হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়!

৩| ২১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৬

ধুলো মেঘ বলেছেন: আবিদুল একজন জুলাই যোদ্ধা হলেও ঐ সময়ের লড়াকু সৈনিকদের মধ্যে সে খুব একটা পরিচিত মুখ নয়। তার চেয়ে সাদিক কায়েমের পরিচিতি বেশি। আমার মতে যাদের সম্বাবনা বেশিঃ
ভিপিঃ উমামা ফাতেমা
জিএসঃ আবু বাকের মজুমদার
এজিএসঃ মহিউদ্দিন খান
এছাড়াও বিভিন্ন পদে সানজিদা তন্বী, আরিফ, নিত্যনন্দ পাল - এদের জয়ী হবার সম্ভাবনা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.