![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
মৌলবাদী জিনিসটা লইয়া আমাদের সমাজে একটি নেগেটিভ ধারণা আছে। লোকজন এটাকে খারাপ ধারণা হিসেবে প্রয়োগ করে। কেউ কেউ আবার গালি হিসেবেও প্রয়োগ করে। আবার যাদের মৌলবাদী বলা হয় তারা এই শব্দ শুনলে ভীষণ ক্ষেপে যায়। এইটা আসলে কয়েক বছরের ঘটনা না, যুগ যুগ ধরে শব্দের ব্যবহারের অপপ্রয়োগ থেকে এইটা হইয়া আসছে।
প্রথমেই একটা জিনিস কই, তা হইলো মৌলবাদ মানে কেবলমাত্র ধর্মীয় দিক থেইকা কোন শব্দ না। এটার প্রয়োগ অনেক দিকে হইতে পারে। মৌলবাদ মানে হইলো, যে কোন বিশ্বাসের মৌলিক জিনিসের উপর স্থির থাকা, অনড় থাকা, ধইরা রাখা। সেই বিশ্বাসটা নানান জিনিসের উপর হইতে পারে। অনেক রকমের মৌলবাদ সমাজে থাকতে পারে যেমন: ধর্মীয় মৌলবাদ, রাজনৈতিক মৌলবাদ, সামাজিক মৌলবাদ, সাংস্কৃতিক মৌলবাদ।
নিজের বিশ্বাস বা চিন্তাচেতনার মৌলিক জিনিসরে আঁকড়ে ধরে থাকাই হইলো মৌলবাদ। নতুন নীতি, নতুন যুক্তি, পরিবর্তন কিংবা নতুন ব্যাখ্যা গ্রহন না করাই হইলো মৌলবাদ। মৌলবাদ মানে যে সবসময় খারাপ তা নয়, নিজের মৌলবাদী চিন্তাভাবনা অন্যের উপর চাপিয়ে দেয়াই হলো খারাপ। সেটা ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক কিংবা সাংস্কৃতিক হোক।
নীচে মৌলবাদ নিয়ে গুছানো সংজ্ঞা তুইলা দিলাম, পড়েন;
"মৌলবাদী শব্দটি মূলত এসেছে ইংরেজি Fundamentalist থেকে। এর অর্থ হলো —যে ব্যক্তি কোনো ধর্ম, মতবাদ বা দর্শনের মৌলিক (Fundamental) নীতি-কানুনকে একেবারে আক্ষরিক অর্থে, কঠোরভাবে এবং প্রশ্নাতীতভাবে মেনে চলে, এবং অন্য কোনো ব্যাখ্যা বা আধুনিক পরিবর্তনকে গ্রহণ করে না।
বাংলায় মৌলবাদী বলতে সাধারণত বোঝানো হয়:
1. ধর্মের মূলনীতি বা আদি বিধানগুলোকে একেবারে হুবহু মানা।
2. সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে আধুনিকতা বা উদার ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করা।
3. অনেক সময় জোর-জবরদস্তি করে অন্যদের উপর নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকা।
উদাহরণ:
ধর্মীয় মৌলবাদী: যারা ধর্মীয় শাস্ত্রের বর্ণনাকে আক্ষরিকভাবে পালন করতে চায়, কোনো সংস্কার বা নতুন ব্যাখ্যা মেনে নেয় না।
রাজনৈতিক মৌলবাদী: যারা কোনো রাজনৈতিক মতবাদকে একেবারে কঠোরভাবে ধরে রাখে, সময়-পরিস্থিতি অনুযায়ী কোনো পরিবর্তন মানতে রাজি নয়।"
তবে মনে রাখতে হবে, মৌলবাদ মানেই সবসময় সহিংসতা নয়। অনেকেই কেবল মৌলিক নীতি আঁকড়ে ধরেন কিন্তু জোর করে অন্যকে মানাতে চান না। আবার কখনো কখনো মৌলবাদী মানসিকতা উগ্রপন্থা ও সহিংসতায় রূপ নেয় যদি তা অন্যের উপর জোর করে চাপিয়ে দেয়া হয়।
-আলাপ-আলোচনা
©শামীম মোহাম্মদ মাসুদ
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২৩
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: কিছু কিছু মৌলবাদ ভালো, কিছু কিছু খারাপ। এটা নির্ভর করছে বিষয়ের উপর। যেমন কারো বংশীয় মৌলবাদ, এটা পরিবর্তনের বিষয় নয়, আপষের বিষয় নয়। তবে কিছু কিছু বিষয়ে মৌলিক জিনিস নিয়ে পড়ে থাকা বা গোঁড়ামি করা খারাপ মৌলবাদ।
২| ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১২
বিজন রয় বলেছেন: লেখাটি ভালো হয়েছে।
বিশেষ করে মৌলবাদের ব্যাখ্যা।
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান??
২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১০:১৪
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: মৌলবাদ শব্দের অপপ্রয়োগ দূর হোক।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: মৌলবাদ কি সমাজের জন্য ভালো না খারাপ?