নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

হায়রে মানুষ

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪



গতরাতে ঘুমানোর আগে ভিডিওটা দেখেছিলাম। লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছিলো। মাঝেমধ্যে নড়ছিলো, মশা কামড়াচ্ছে দেখে হাত পা নাড়াচ্ছিলো। কি যে শান্তির ঘুম, মনে হচ্ছিলো এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হাতের কাছেই মোবাইলটা রাখা ছিলো। রুমের পরিবেশ দেখে মনে হয়েছে প্রচুর গরম আবহাওয়া ভেতরে।

ভিডিওর কয়েক মিনিট যাওয়ার পর ভাবলাম ফেইক ভিডিও। ধুর! এরকম সুন্দর ঘুমন্ত মানুষকে কেউ মারতে পারে নাকি। আর কয়েক মিনিট শেষ, এখনো যেহেতু কেউ মা/রতে আসেনি তাইলে হতো ভূয়া ভিডিও। এরপরেই হঠাৎ দেখি একটা ছেলে রুমে ঢুকে গেটে তালা দিলো।

তারপর ঘুমন্ত লোকটার মাথার কাছে এসে পকেট থেকে একটা হাতুড়ি বের করে মাথায় আঘাত করা শুরু করলো! ঘুমন্ত মানুষটার ঘুমও বোধহয় ঠিকমতো ভাঙেনি, তার আগেই ক্রমাগত বাড়ি দিয়ে তার মাথা তছনছ করে দিলো। এরপর ঠান্ডা মাথায় ওই কিলার অপর পাশে এসে আবার আঘাত করলো!

ঘুমন্ত ওই লোকটা চোখ মেলে দেখার সুযোগও পেলো না কে তাকে এরকম আঘাত করছে, কেন আঘাত করছে, তার অপরাধ কি? কেন সে ম/রে যাচ্ছে? এসব বুঝার আগেই মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যেই নিথর হয়ে গেলো দেহটা। ২০ সেকেন্ডে নাকি ১৬ টা আঘাত করেছে। হায় আল্লাহ!

ভিডিওটা দেখার পর আমি শোয়া থেকে উঠে বসে গেছি ভয়ে। কিভাবে সম্ভব, একটা ঘুমন্ত মানুষকে এভাবে হাতুড়ি পেটা করে মে/রে ফেলা যায়? যত শত্রুতাই থাকুক, এরকম নির্মম হ/ত্যা/কান্ড কিভাবে ঘটানো যায়। আমি এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি।

আমরা দিন দিন কতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? পরবর্তী প্রজন্ম এই নিষ্ঠুরতাকে আরো কতটা ভয়ংকর জায়গায় নিয়ে যায় সেটা ভাবলে চোখমুখ অন্ধকার হয়ে আসে। কেন আমরা এমন হয়ে গেলাম?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোথাকার ঘটনা, কে কাকে মারলো এগুলো উল্লেখ করা দরকার ছিল।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭

ফ্রি ইনকাম ফর্মেশন বলেছেন: ফ্রিতে অনলাইনে ইনকাম করতে চাইলে এখন এই লিংকে ক্লিক করুন

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: হ্যাঁ, এটাই বাংলাদেশ। আরো আসবে এমন।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

নজসু বলেছেন:


ভিডিওটা আমি আজকে সকালে দেখেছিলাম।
ভয়াবহ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: এই ধরনের নরপশুকে সবার সামনে ফাঁসি কিংবা ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। যাতে আগামীতে এ ধরনের কাজ করার আগে যে কোন মানুষের পরিণতির কথা ভেবে কলিজা কেঁপে উঠে। আমি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোন মানুষের প্রতি শক্ত অবস্থানের পক্ষপাতি। মানুষ বুঝে গেছে যে অন্যায় করেও শাস্তি হয়না এ দেশে, সুতরাং কঠিন হওয়া ছাড়া আর উপায় নেই। বাঙালী বরাবরই শক্তের ভক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.