নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

ডাকসু ভোটের অবজারভেশন

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:১৮


ভোটের ফলাফল দেখে আমার অবজারভেশন;

১) ছাত্রদলের লোকেরাই চায়নাই আবিদ জিতুক। ছাত্রদলের লোকেরাই আবিদকে ভোট দেয়নাই। কারন রাজনীতি অনেক ভিন্ন হিসাব নিকাশে হয়। আবিদ ছাত্রদলের মধ্যমসারির একজন নেতা। সে যদি ভিপি হয় তাহলে সে হতো পরবর্তী ছাত্রদলের সভাপতি। নিশ্চয়ই বাকি সভাপতি প্রার্থীরা চাইবে না আগে থেকেই কেউ ভিপি হয়ে তুমুল জনপ্রিয় হয়ে যাক।

২) ছাত্রদলের কাছে ডাকসুর হিসাব নিকাশের চাইতে তাদের পরবর্তী কাউন্সিলের হিসাব নিকাশ বেশি গুরুত্বপূর্ণ।

৩) ছাত্রদল যদি আগে তাদের কাউন্সিল করে সভাপতি সেক্রেটারি ঠিক করে তারপর ভিপি জিএস দিতো আমার ধারণা তখন ছাত্রদল জিততো। এটা তাদের নেতাদের দূরদর্শীতার অভাব। গত এক বছর সময় পাওয়ার পরেও তারা কোন কাউন্সিল করে নাই। কমিটি দেয় নাই। শিবির কিন্তু শুরুতেই এই কাজটা করে ফেলেছে।

৪) আগেই জানতাম সাদেক কায়েম জিতবে। সাদেক কায়েম পপুলার নেতা সে তুলনায় তার কাছাকাছি মানের কেউ ভিপি প্রার্থী ছিলো না।

৫) ছাত্রদলের আবিদ ভিপি প্রার্থী হিসেবে ভুল সিলেকশন ছিলো। তাকে নির্বাচনে দাঁড়ানোর আগে দেশের মানুষ চিনতো না। সে তুলনায় সাদিক ক্যম্পাসে অনেক পপুলার নেতা।

৬) এনসিপির আসলে দলীয় কোন কার্যক্রম নেই। ওদের লোকেরাও শিবিরের প্যানেলকেই ভোট দিয়েছে। এনসিপি ডাকসুতে জেতার কোন চেষ্টা করেনি, ওরা শিবিরের হয়েই কাজ করেছে।

৭) উমামা একা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে, ছাত্রদল এবং এনসিপি যদি উমামাকে সাপোর্ট দিতো সে ভিপি হয়ে যেতো।

৮) নির্বাচন ভালো হয়েছে। কেউ পেশিশক্তির প্রভাব খাটাতে পারেনি, গন্ডগোল হয়নি, কেন্দ্র দখল করেনি। আমি ফলাফল আগেই অনুমান করেছিলাম।

৯) শিবির খুব ভালো ডেডিকেটেড সংগঠন, তারা গতকাল ছাত্রদলকে ভালোই ট্যাকেল দিয়েছে। কেন্দ্র রক্ষা করেছে এবং সব জায়গায় শক্ত অবস্থায় ছিলো।

যাই হোক, সাদিক কায়েমকে অভিনন্দন। ভিপি হিসেবে সে ভালো কিছু করবেই বলে ধারণা করি। তবে ফরহাদ জিএস হওয়ায় কিছুটা অবাক হয়েছি। আমার ধারণা ছিলো ফরহাদ জিততে পারবে না। সে প্যানেলের জনপ্রিয়তায় টিকে গেছে।

- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: ঢাবিয়ান রা ভেবেছে শিবির জিতলে তাদের ভালো হবে তাই তারা শিবির কে ভোট দিয়েছে। জেসিডির মন খারাপের কিছু নাই । ডাকসু তে তারা উইন করলে ঘাউরামি বেড়ে যেত । এখন লো থাকবে । এই ডাকসু শেষ ডাকসু এমনটা নয় ।

ইউনুস সাহেব ফেয়ার ইলেকশন দিতে পারবেন বলে আমি মনে করি।

১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০১

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০১

ধুলো মেঘ বলেছেন: ছাত্রদল কোন হিসাবের মধ্যেই নাই। বিএনপিরও কোন বেইল নাই।

এত বছর বিএনপি'র প্রয়োজন ছিল কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্ল্যাটফর্ম হিসেবে। তারা তাদের প্রয়োজনীয়তা সময় মত কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এখন যারা যোগ্য - মানুষ কেবল তাদেরকেই বেছে নেবে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১১

মেঘনা বলেছেন: প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু ভালো ভোট পেয়েছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.