![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
আমি বললাম; সব শেষ
তুমি বললে; বিদায় শেষমেশ।
আমি বললাম; আসলেই কি সব শেষ?
যা কখনো শুরুই হয়নি তা কি করে শেষ হয়,
যে নদী বইতে পারেনি সে নদী শুকাবে কি করে?
যে পথে হাত ধরে হাঁটা শুরু হয়নি,
যে কথা বলতে গিয়েও বলা হয়নি
একসাথে যে গল্প করা হয়নি-
তা কি করে স্বপ্ন হতে পারে?
যে কবিতা লেখাই হয়নি সে কবিতায় ছন্দ কি করে আসবে?
যে অনলে তাপ আসেনি কভু সে অনল পোড়াতে কি পারে?
যেখানে ছিলো ক্রোধের পাহাড়, মিথ্যের বসতি-
সেখানে কি করে প্রেম আসতে পারে?
তুমি বললে; আমাদের কি তবে কিছুই ছিলোনা?
আমি বললাম; ছিলো। শুরুও শূন্য ছিলো,
শেষও শূন্য আছে!
মাঝখানে নোনা সমুদ্রজলে ভেসে আছে
এক অপরুপ নকশিকাঁথা।
যার পরতে পরতে আঁকা আছে মিথ্যে আশ্বাস আর নিদারুন দুঃস্বপ্ন।
(অবেলা/শামীম মোহাম্মদ মাসুদ)
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২০
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভকামনা
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
বিজন রয় বলেছেন: যা হয়নি তা হবে কি করে। তাহলে হওয়াতে হবে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:২০
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: সব কিছু চাইলেও হওয়ানো যায়না দাদা।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: রাজীব ভাই, ভালোবাসা নিবেন।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।