নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক আলাপ

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১০



আমার ধারনা বিএনপি অনেক কিছুই মাইনা নিবে। গত এক বছর বিএনপি অনেক কিছুই মাইনা নিতে না চাইয়াও প্রায় সকল কিছুই মাইনা নিছে। সামনে গণভোট আর সংবিধান পরিবর্তনের যে আলোচনা সেখানেও মাইনা নেয়ার সম্ভাবনা দেখি।

এই মুহূর্তে রাজনীতিতে বিএনপি চাপে আছে, ইনফ্যাক্ট বিগত এক বছরই চাপে ছিলো। চাপে থাইকাই এক বছর ক্ষমতার সবচেয়ে বড় দাবীদার হইয়াও সংযম পালন করেছে, ক্ষমতার চেয়ারে বসার জন্য অপেক্ষা করেছে। এনসিপি নানান সময়ে নানান কটুক্তি করার পরেও পিঠে হাত বুলাইছে, এক টেবিলে বইসা জোটের আলাপও এখন করতেছে। জামায়াত ওদেরকে নানামুখী ট্যাগ দেয়ার পরেও ওরা সবকিছু মাইনা নিছে শুধু একটা নির্বাচনের জন্য।

তারেক রহমানের দেশে ফেরা আটকাইয়া আছে এই মাইনা নেয়া আর মাইনা না নেয়ার চাপের কারনে। সেখানেও বিএনপি শীতল অবস্থায় আছে। বিগত এক বছর জামায়াত-এনসিপি-ড. ইউনুস সরকারের শাসন মাইনা নিছে শুধু এই চাপের কারনে। বিএনপি সকল চাপের কাছে মাথা ঠেকাইছে শুধু একটি নির্বাচনের জন্য।

এখন প্রশ্ন হইতেছে এটা কি বিএনপির দূর্বলতা নাকি ত্যাগ? এটা কি বিএনপির ক্ষমতায় যাওয়ার লোভ নাকি অদূরদর্শীতা?

এই দুইটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে চলমান রাজনৈতিক সমস্যার কিভাবে সমাধান হয় সেটার উপর।

শেষমেষ যদি সুন্দর নির্বাচন হইয়া বিএনপি ক্ষমতায় যাইতে পারে তাইলে এটা তাদের দূরদর্শিতা। ক্ষমতায় যাইয়া এরা যদি ঠিকঠাক সংস্কার করে নতুন নিয়মে দেশ চালায় তাইলে বুঝতে হবে এটা তাদের ত্যাগ। আর ক্ষমতায় যাইয়া যদি আবার আগের নিয়মে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে তাইলে এটা তাদের লোভ। আর যদি ক্ষমতায় যাইতেই না পারে তাইলে এই যে এত মাইনা নেয়া আর সংযমের যে ব্যাপার পুরাটাই হইলো তাদের অদূরদর্শীতা ও রাজনৈতিক দূর্বলতা!

জনগণের বর্তমান রাজনৈতিক জটিল হিসাবনিকাশ খালি চোখে বুঝার সক্ষমতা নাই। এই যে সংস্কার, এটা কি? এবং এটাতে কি কি আছে, কি কি লাভ এতে জনগণের হইবে সেটা নিয়ে বেশিরভাগ জনগনেরই ধারণা নাই। বেশিরভাগ রাজনৈতিক কর্মীরও এই যে ৫৮ টা সংস্কার প্রস্তাব সেটা সম্পর্কে জানা নাই। এই জানা না জানা নিয়া সরকারের কোন সমস্যা আছে বলে মনে হইতেছে না।

সরকার ভিন্ন একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে। সেটা এই মাসের মধ্যেই ক্লিয়ার হইবে বলে আশা রাখি। নভেম্বর অত্যান্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কথা কম বলে চুপচাপ পর্যবেক্ষণ করাটাই সুন্দর দৃশ্য হইবে।শেষমেশ বিএনপি কতটুকু কি মাইনা নেয় সেটাই রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি যতই চাপে থাকুক দাবার গুটি তাদের হাতেই, সেটা হচ্ছে বিশাল ভোটের বাক্স!

-রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট ‍ঠিক-ঠাক না হলে ভোটার দিয়ে কি হবে?

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির মতো ফালতু বিরোধি দলের কারনে চামচিকাদের আওয়াজে জোর বেড়েছে ।

বিশ্ব প্রতারকদের খপ্পরে বাংলাদেশ। শেখ হাসিনা এর শুরু করে গিয়েছেন ... ..

৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৩

মাথা পাগলা বলেছেন: দেশের অবস্থা চুদলিং পং। সংস্কার মেনে নিয়ে বিএনপি তাদের ত্যাগের মাধ্যমে দেশকে দাসে পরিনত করবে।

খবর-নিউজ-ফেবুতে তো বিএনপিকে এখন চোখেই দেখি না। নির্বাচন প্রচার নিয়ে তাদের কার্যক্রম কি? বিগত এক বছরে চোখে পড়ার মতো তাদের কোন অ্যাক্টিভিটি দেখি নাই। আমার ধারনা ইউনুস সাহেব লীগের উপর দোষ চাপিয়ে দেশে বড় ধরনের সন্ত্রাস কার্যকলাপ চালাবে যাতে নির্বাচন না হয় আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি নপুংসক শক্তি হিসেবে পরিচিতি লাভ করবে।

জুলাই বিপ্লবের পর দেশে সুশাসন - গনতন্ত্রের নহর বইছে যার কারনে তারেক জিয়া এখনো দেশে ফিরতে পারছেন না, অথচ নির্বাচন ফেব্রুয়ারিতে! নোবেল ফ্যাসিজমের ম্যাজিক চলছে।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৫

আদিত্য ০১ বলেছেন: রাজনীতির হিসাব নিকাশ অনেকটা নির্ভর করছে কে কিভাবে রাজনীতি খেলা সুক্ষ্মভাবে খেলছে। তাতে রেজাল্ট না আসা পর্যন্ত বুঝা যাচ্ছে না। বিএনপিকে চাপে রাখছে জামাত। জামাতে কূটচাল খুব মারাত্মক। এখানে আলোচনা করা ঠিক হবে না যতটুকু পড়াশোনা করে পাইছি আর বিগত রাজনৈতিক ঘটনা থেকে যা দেখছি অনুমান করে বলা।

তবে রেজাল্ট খুব দ্রুত আসতে যাচ্ছে

৫| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৬

আদিত্য ০১ বলেছেন: বিএনপিতে মাথা মোটা রাজনীতিবিদ বেশি। তারেক হইলো সেইফে থেকে রাজনীতি করতে চায়, আরেক গবেট। রাজনীতি মাঠে বা রাজপথে থেকে করতে হয়। বিএনপি বড় একটা ধাক্কায় পড়বে যদি রাজনীতি দূরদর্শীতা আর মার প্যাচ না করতে পারে

৬| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেনে নিতেই হবে বিকল্প কোন রাস্তা নেই।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: গন ভোট চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.