নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক আলাপ

১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩

আগে যা দেখতাম, এখন যা দেখি...

বিএনপি এবং জামায়াতের বিগত সময়ের সরকার পতনের জন্য অবরোধ, হরতালসহ নানান আন্দোলন ঢাকায় সচক্ষে দেখার সুযোগ হয়েছিলো, এবার আওয়ামিলীগ এর শুরু হওয়া সরকার পতনের জন্য আন্দোলন হিসেবে অবরোধ, লকডাউন দেখার সুযোগ শুরু হয়েছে, সামনে হয়তো আরো দেখবো।

আগে এসব অবরোধ, হরতাল শুরু হলেই ঢাকায় শুরু হয়ে যেতো হুটহাট করে গাড়ি পো*ড়ানো, পেট্রো*ল বো*মা মারা, মানুষ পো*ড়ানো। চলাফেরা করতে ভীষণ ভয় আর সাবধান থাকা লাগতো। কত লোক যে পু*ড়ে গেছে, ম*রে গেছে তার ইয়ত্তা নেই।

এখনো একইভাবে এই অবরোধ, লকডাউনে গাড়ি পো*ড়ানো, পেট্রোল বো*মা, জ্বা*লাও পোড়াও শুরু হয়ে গেছে। এখনো লোক পু*ড়ে মরছে। ঢাকাবাসী ভয়ে আর আতংকে চলাফেরা করছে।

আগে এসব দিনগুলোতে রাস্তার মোড়ে মোড়ে একদল লাঠিসোঁটা হাতে নিয়ে পাহারায় থাকতো। কেউ কেউ প্লাস্টিকের চেয়ার পেতে বসে থাকতো। কোথাও কোথাও লাঠি হাতে ছোট ছোট মিছিল নিয়ে ঘুরতো। আন্দোলনকারীদের খুঁজতো, সন্দেহজনক কাউকে পেলে মোবাইল চেক করতো।

আজকে সকালে অফিসে আসার পথে দেখলাম ঠিক যেন আগের দৃশ্যগুলো আবার ফিরে এসেছে। যেখানে যে মোড়গুলোতে আগে এরকম পাহারায় থাকতো লাঠিসোঁটা নিয়ে, আজকে দেখলাম একই মোড়গুলোতে আরেক দল পাহারায় আছে লাঠিসোঁটা নিয়ে। সকাল থেকে অফিসের সামনের রাস্তায় কয়েকবার ছোট ছোট মিছিল নিয়ে ঘুরছে এক গ্রুফ, হয়তো আন্দোলনকারীদের খুঁজছে।

একই রকম দৃশ্য, একই রকম কৌশল, একই রকম আন্দোলন, একই রকম প্রতিরোধ! শুধু মানুষগুলো বদলেছে, চেহারা বদলেছে আর বাকি সব একই রকম। আগে একদল রাজপথে ছিলো এখন আরেক দল, আগে একদল সরকারে ছিলো, এখন আরেক দল।

বিশ্ব এগিয়ে যায়, আর আমরা পিছিয়ে যাই। আমরা এখনো খালি পত*ন আর প্রতিরো*ধ নিয়েই আছি। এরে ঠেকাও, ওরে ঠেকাও, এরে ফালাও, ওরে ফালাও, এরে চাইনা, ওরে চাইনা এটা কি একটা দেশের নিয়ম হতে পারে? আমাদের পরিণতি কি হতে যাচ্ছে?

- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮

অরণি বলেছেন: পোড়াপুড়ি সবসময়ই আওয়ামীই করতো দোষ দিতে বিএনপি-জামাতের।

২| ১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের পলিটিক্স মাসল পাওয়ার এবং রাজপথেই ফয়সালা হয় । এগুলো নরমাল বিষয় । শেখ হাসিনার রায় দিবে লিগ কি চুড়ি পড়ে বসে থাকবে ? যখন বিএনপি-জামাতের লোকজনের রায় হয়েছিলো তারা কি চুড়ি পড়ে বসে ছিলো ? সাইদি হুজুরের রায়ের দিন বহু কেচাল হয়েছিলো।

মানুষ এসব জেনে বুঝেই পথে ঘাটে নামে । বাংলাদেশে মাসল পাওয়ার পলিটিক্স আরো ১০০ বছরেরও শেষ হবে না । তবে লিগ আগের মতো পাওয়ারফুলি রাজপথ কাপাতে পারবে না । নেতারা কেউ দেশে নেই । বিএনপি-জামাত-এনসিপি যদি এই হালকা ঝাটকায় কাপাকাপি লেগে যায় তবে ২০২৪ সালে কেমনে সফল হয়েছিলো ? জনগণ বিমুখ হলেই কেবল তারা লিগের কাছে পরাজিত হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.