নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক আলাপ

১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪

নভেম্বরের এই পনেরো দিনে দেশের রাজনীতিতে নানান ঘটনা ঘইটা গেছে। এটা শুরু বলা যাইতে পারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়া চিন্তা করলে এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।

প্রথমত যে ঘটনা ঘটেছে, দেশের রাজনীতিতে আওয়ামীলীগকে নরমালাইজ করার চেষ্টা করা হয়েছে। আওয়ামিলীগকে রাজনীতির মূল প্লাটফর্মে খুব কৌশলে প্রবেশ করিয়ে দেয়া হয়েছে। এই কাজ আমার ধারণা সরকার নিজেই করেছে, পরিকল্পনা করে অথবা তৃতীয় কোন পক্ষের চাপে পড়ে। আমি মনে করি এটা রিফাইন্ড আওয়ামিলীগকে নিয়ে আসার একটা সর্বশেষ চেষ্টা।

এই যে আওয়ামিলীগের এত মাস পরে লকডাউন-শাটডাউন দেয়া, সরকার তার সমস্ত মিডিয়া ফোর্স ইউজ করে আওয়ামিলীগকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা, লতিফ সিদ্দিকীর জামিন, কাদের সিদ্দিকীর ওপেন আওয়ামিলীগ নিয়ে সমাবেশ, আইভীর ১১ মামলায় জামিন, সোহেল তাজের একদিনের জন্য আমেরিকায় উড়াল দেয়া, টিভি টকশোতে আওয়ামিলীগ নিয়ে খোলামেলা আলাপ এগুলা রিফাইন্ড আওয়ামিলীগকে প্রবেশ করানোর লক্ষণ হিসেব ধইরা নিলাম। সামনে বিষয়টা আরো ক্লিয়ার হবে।

দ্বিতীয়ত যে কাজটা করেছে, সরকার তার বিরুদ্ধে আনিত একটা বড় অভিযোগ, 'এই সরকার জামাতের ইশারায় চলে, জামাতের নিয়ন্ত্রিত সরকার' তা মুছে ফেলার চেষ্টা করেছে। তার অংশ হিসেবে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করার মাধ্যমে সারা দেশের মানুষ কিংবা আন্তর্জাতিক মাধ্যমকে দেখানোর চেষ্টা করেছে আমরা জামায়াত নিয়ন্ত্রিত না বরং আমাদের সাথে বিএনপির একটা ভালো সখ্যতা আছে।

তৃতীয়ত, বিগত পনেরো দিনে সরকার জামায়াতকে একটা চাপে রাখার কৌশল গ্রহন করেছে। গণভোট ইস্যুতে জামায়াতের দাবী মানা হয়নি, রাষ্ট্রপতিকে দিয়ে জুলাই সনদের গেজেট করা হয়েছে, এনসিপিকে বিএনপির সাথে রাজনৈতিক জোটের জন্য এগিয়ে দেয়া হয়েছে। হেফাজতে ইসলামকে দিয়ে গতকাল ঢাকায় বিশাল একটা সমাবেশ করানো হয়েছে। এটা সামনের দিনগুলোতে নির্বাচন, আওয়ামিলীগ ও শেখ হাসিনার বিচার এবং পরবর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতার জন্যই করা হচ্ছে বলে ধইরা নিলাম।

আন্তর্জাতিক মাধ্যম নিশ্চয়ই চায় না কোন ইসলামপন্থী অংশ সরকারের আশেপাশে থাকুক কিংবা বিরোধী দলেও থাকুক। তারই অংশ হিসেবেই কি এনসিপি ডানপন্থী রাজনীতির বাইরে গিয়ে মধ্যম ও সেক্যুলার দল হিসেবে সামনে আসার চেষ্টা করছে? এটা একটা বিরাট প্রশ্ন, সবার জন্য রাইখা গেলাম। এখানেই সর্বশেষ টুইস্ট!

- রাজনৈতিক আলাপ
©শামীম মোহাম্মদ মাসুদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে যারা টু শব্দটিও করতে পারতোনা তারা সবাই এই সরকারের আমনে শুধু এটা চাই, ওটা চাই. সেটা চাই করছে!

২| ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি জুলাই সনদ নিয়ে যে নাটক ঘটেছে সেটা বুঝেছেন বলে মনে হয় না । জামাত কে সরকার মাঠে নামিয়েছে গণভোট আগে করার নাটক করতে , এনসিপি গণভোট আগে না পরে হবে সেটা নিয়ে কোনো কথা বলে নাই । তারা সরকারের উপর ছেড়ে দিয়েছে । চুপপু কে দিয়ে সাইন করিয়েছে এবং এনসিপি সেটা সুর সুর করে মেনে নিলো কেন ? জামায়াত কেনো ইলেকশনের দিন গণভোট মেনে নিলো ? আসল টারগেট বিএনপি ছিলো। তারা যাতে আপার হাউসে পিআর মেনে নেয় , সাংবিধানিক বিষয় মেনে নেয় । বিএনপি রাজি না হতে চাইলে সরকার বলতো দেখো জামায়াত তার দাবি থেকে সরে এসেছে , এনসিপি তার দবি থেকে সরে এসেছে । সবাই ছাড় দিয়েছে । তুমি এবার মেনে নাও যদি ইলেকশন চাও ।


১৬ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: দাদা, এটা শুরুতেই বুঝেছি। কিন্তু এর গভীরের যেই আলাপ আমি সেটা লিখার চেষ্টা করেছি। সরকার ও এনসিপি মুলত জামাতকে দূরে ঠেলে দেয়ার অভিনয় করে আন্তর্জাতিক সহানুভুতি আদায় ও সমর্থন আদায়ের চেষ্টা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.