| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।
সেদিন দেখলাম নায়িকা বুবলি কোন এক প্রোগ্রামে জ্ঞান দিচ্ছেন কিভাবে সংসার করতে হয়, কিভাবে সঠিক লাইফ পার্টনার চয়েজ করতে হয়। অথচ তার নিজের লাইফ পার্টনার চয়েজ, সংসার কোন কিছুরই ঠিক নাই।
গত বেশ কয়েক বছর যাবতই দেখি গায়ক আসিফ মাদক বিরোধী কনসার্টের প্রধান গায়ক। সেই সাথে তিনি সবাইকে বক্তৃতা দেন কিভাবে মাদকমুক্ত থাকা যায়, মাদকের খারাপ দিক কি কি! অথচ সে নিজেই বিভিন্ন জায়গায় বলেছে সে ম/দ খায়, তার ম/দের লাইসেন্স আছে এবং সে একজন চেইন স্মো/কার।
এদেশে সঠিক মানুষকে দিয়ে সঠিক কাজটা করানো হয় না। এটা একটা বিরাট সমস্যা। মানুষের অতিথি করার জ্ঞান অনক কম। কোন প্রোগ্রাম কাকে দিয়ে করা উচিত, কাকে কোন অনুষ্ঠানে দাওয়াত দেয়া উচিত তা অধিকাংশ আয়োজকদের জানা থাকে না।
যারা টকশো করে তারা চিন্তা করে টি আর পি এবং ভিউ ব্যবসার চিন্তা। যার কারনে এমন সব ষ্টুপিড আর অসভ্য দের টকশোতে রাখা হয় যাদের কথা শুনলে বমি আসে কিংবা থু থু মারতে ইচ্ছা করে। কিন্তু তবুও দেখা যাচ্ছে তাদের চাহিদা বেশি, ওই লোকগুলোকেই বেশি বেশি টকশোতে ডাকা হয়।
এরকম আরেক কাজ হয় ওয়াজ মাহফিলে। হুজুর নামের কিছু লোক আছে যাদের না আছে ইসলামের জ্ঞান, না আছে কোন নৈতিক শিক্ষা দিক্ষা। শুধু বড় বড় কথা বলে, রাজনৈতিক আলাপ করে আর মিথ্যা হাস্যরসের আলাপ করে বলে ওয়াজে এদের চাহিদা বেশি থাকে। এরা হাজার হাজার মানুষের সামনে আল্লাহর নাম নিয়ে এত কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলে যে ইচ্ছা করে এদের সামনে গিয়ে এই মিথ্যা কথাটা প্রমাণ করে দিই। কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিলে এদের চাহিদাই সবচেয়ে বেশি।
আরেক ভিউ ব্যবসা চলে ইউটিউবে। দুনিয়ার যত মিথ্যা, গুজ/ব আর আজেবাজে কন্টেন্ট সব হচ্ছে এদেশের ইউটিউবারদের। মিলিয়ন মিলিয়ন ভিউ পায় এসব মিথ্যুক ভন্ড আর অসভ্য ইউটিউবারেরা। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে এরা কথা বলে। অথচ তবুও এদের চাহিদা সবচেয়ে বেশি। এরাই এদেশে জনপ্রিয়, সবচেয়ে বেশি মানুষ এদের ভিডিও দেখে!
কেন এরকম হচ্ছে? কেন এদেশের মানুষ এখনো এতটা পিছিয়ে আছে। মানুষের চিন্তা করার ক্ষমতা এত কম কেন? মৌলিক শিক্ষা, কনসেন্স, ভদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা কেন এই আধুনিক যুগেও এদেশের মানুষ অর্জন করতে পারেনি? এরকম অসভ্য আর মিথ্যুকদের কথা কেন শুনতে হবে? কেন তাদের দিয়েই অনুষ্ঠান করবে, অতিথি করবে, ওয়াজ করাবে, ভিডিও দেখবে? এতটুকু সামান্য শিক্ষাও মানুষের নাই!
- সামাজিক আলাপ
© শামীম মোহাম্মদ মাসুদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হুজুর নামের কিছু লোক আছে যাদের না আছে ইসলামের জ্ঞান,
না আছে কোন নৈতিক শিক্ষা দিক্ষা।
.....................................................................................
এটা শুধু আপনার দৃষ্টিভঙ্গী,
যুক্তি দিয়ে খন্ডন করুন ।