![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে বর্তমান পরিস্থিতি দেখে আসছিলাম, আজকে মনে হল ব্যাপারটা নিয়ে কিছু লিখি,
আমার জানামতে মুক্তমনা হল বিশেষণ, যেটা একজন মানুষকে বলা হয় যার চিন্তা ভাবনা মুক্ত।
আর তার সেই মুক্ত চিন্তা যদি প্রকাশ হয় সেটাকে মুক্তমত বলা হয়। জানিনা আমার এই ব্যাকরণের সাথে অন্যরা সহমত হবেন কিনা!
আমাদের দেশে মুক্তমনা ধরতে গেলে সবাই, সবারই মুক্ত চিন্তাভাবনা করার অধিকার আছে, এখন আমার প্রশ্ন হল আমাদের সবার কি মুক্ত মতামত প্রকাশের অধিকার আছে?
আজকে সবাই যদি মুক্তভাবে মত প্রকাশ করতে পারত তাহলে ফেইসবুকে কেউ কিছু লিখে জেলে যেতে হতো না, তসলিমা নাসরিনকে ইন্ডিয়াতে থাকতে হতো না (!)
তারচেয়ে বড় কথা, ছোটবেলায় স্পেচিয়াল বাক্য ব্যবহার করার জন্য কেউ পিটাত না :p
এই থেকে আমরা কি বুঝি! সবার মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে, কিন্তু আরেকজনকে আহত করে নয়। রাষ্ট্র বিরোধী কিছু করে নয়। তাহলে কি দাঁড়ালো, আমি মুক্তমনা, কিন্তু আমাকে আমার মুক্তমত প্রকাশ করার আগে ভেবে দেখতে হবে সেটা অন্যকে আঘাত করছে কিনা, আমি যদি একজনকে আঘাত করি তাহলে আমাকে আমাকেও পালটা আঘাত ফেরত পাবার কথা ভেবে রাখতে হবে*
আমাদের পৃথিবীতে ১০০% ভালো মানুষ আছে কিনা বলতে পারব না, শুধু এটুকু জানি, যাদের ভিতর খারাপের পরিমাণ কম তাদের আমরা ভালো বলি আর যার ভিতর বেশি আমরা তাদের খারাপ বলি। সব ধর্মতেই শান্তির কথা বলা হয়েছে। আর আমি নিশ্চিত করে বলতে পারব না যে সবাই যার যার ধর্ম সফল ভাবে পালন করতে পারে! যদি পারত তাহলে ISIS বা তালেবান জন্মাত না বা মায়ানমার, ইসরাইল এই রকম অত্যাচার করতে পারত না। আর এটা হয় আমাদের কাছে ধর্মকে ভিন্নভাবে উপস্থাপন করার কারণে। তাহলে কি দাঁড়াচ্ছে, কেউ যদি অশান্তির কাজ করে, তার দায়ভার কি একটা ধর্ম নিবে, নাকি গুটিকয়েক সেই মানুষগুলো নিবে? আর এই গুটি কয়েক মানুষ কিন্তু আজকাল খুব বেড়ে গেসে। তার মানে কি, * ওই যে বললাম, আপনাকে পালটা আঘাত পাবার কথাও ভেবে রাখতে হবে। তাই বলে আমি এটাকে সমর্থন করছি না, এটা তাদের দ্বারাই সম্ভব যাদেরকে ধর্ম ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, এক কোথায় মস্তিষ্ক বিকৃত।
তাহলে কি দাঁড়াচ্ছে, একদল মস্তিষ্ক বিকৃত মুক্তমত প্রকাশকারী আর একদল মস্তিষ্ক বিকৃত শাস্তিপ্রদানকারীর ভিতর থেকে আপনার আমার কি লাভ!
কাউকে হেয় করার উদ্দেশ্যে আমার এই পোস্ট না, কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন!
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৭
ভীণদেশী তাঁরা বলেছেন: ভালো বলেছেন ভাই,
তবে, শুধু শুধু একজনের আবর্জনা পরে দুর্গন্ধ পাবার কোন মানে হই না!
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:১৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: মুক্তমনা মানে হল একটি বিশেষ জনগোষ্ঠীর সেন্সিটিভ স্থানে আঘাত করে মজা নেবার চেষ্টা করা। ইস্টিশন ব্লগের ইকারাস নামের সংকর জাতের কুকুরটা এখন সেই কাজ করে চলেছে। কোনদিন যদি সে খুন হয়ে যায়, তবে এই ব্লগ থেকে তার সমস্ত লেখা হাওয়া হয়ে যাবে। তাই যারা পড়তে চান এখনি পড়ে নিন।