নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে হৃদয় খুঁড়িয়া ভাবাবেগ প্রকাশ করে, সেই কবি।

শ্যামল জাহির

মিশুক; নম্র; রসিক! [email protected]

শ্যামল জাহির › বিস্তারিত পোস্টঃ

বাধ্য আমি

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২





আমি স্বচ্ছ পানির ন্যায়;

আমায় যেথায় করো ধারণ,

সদিচ্ছাতে পাল্টে যাওয়ার-

নেইকো কোন কারণ!



যে রঙ্গেতে মাখিয়ে মোরে-

স্বেচ্ছায় করো চারণ,

রঙ বদলাতে বাধ্য আমি-

যতই করো বারণ!



চন্দ্রের টানে স্ফীত হই-

ফিরি ভাটির টানে,

সেই আমায় বুঝে কেবল-

যে আমারে জানে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

আরজু পনি বলেছেন:

সুন্দর ছন্দোবদ্ধ কবিতা ভালো লাগলো পড়তে । :)

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

শ্যামল জাহির বলেছেন: যথেষ্ট ধৈর্য্য আছে আপনার!
চা আমন্ত্রণ। :)

২| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চন্দ্রের টানে স্ফীত হই-
ফিরি ভাটির টানে,
সেই আমায় বুঝে কেবল-
যে আমারে জানে।

এটুকুই পূর্ণাঙ্গ কবিতা।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

শ্যামল জাহির বলেছেন: একের ভিতর দুই! ;)
ধন্যবাদ। পরের বার 'চা' হবে সেলিম ভাই। :)

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো হয়েছে ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৪

শ্যামল জাহির বলেছেন: আমি কিন্তু লুকিয়ে আপনার ব্লগবাড়ি যাই (পড়ার লোভে)মামুন ভাই। :)

৪| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চন্দ্রের টানে স্ফীত হই-
ফিরি ভাটির টানে,
সেই আমায় বুঝে কেবল-
যে আমারে জানে


-তবু মনে হয় বেশ খানিকটা জানার বাইরেই থাকে। আপচুচ!

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

শ্যামল জাহির বলেছেন: বটেই! :)

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

বোকামন বলেছেন:
যে হৃদয় খুঁড়িয়া ভাবাবেগ প্রকাশ করে, সেই কবি।

আমায় যেথায় করো ধারণ,
সদিচ্ছাতে পাল্টে যাওয়ার-
নেইকো কোন কারণ!


অপূর্ব !! অপূর্ব !!

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৮

শ্যামল জাহির বলেছেন:



এই যে খোকা- তুমি বোকা! এমন কেন ভাবো?
ভাবলে এমন ক্যাপসুলের ন্যায় আস্ত গিলে খাবো!
****************************************
অনেক ধন্যবাদ।
সময় নিয়ে আসব আপনার বাড়ি।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

ধৈর্য্য আছে যথেষ্ঠ...এমন মনে করার কারণ কী জানতে পারি ?

আর খালি বাড়ি, চা কে খাওয়াবে !?

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

শ্যামল জাহির বলেছেন: অবশ্যই!
বলছি- আমি একজন পাঠক। পূর্বে আমার বই চুরির অভ্যাস ছিল!
নেট আর ব্লগের বদৌলতে বই চুরির আগ্রহটা হারিয়ে ফেলেছি।
ব্লগে পড়তে পড়তে...হঠাৎ লিখার আস্ফালন দেখালাম!
এত ব্যাস্ততার মাঝেও কাঁচা হাতের লিখা সময় নিয়ে পড়লেন; সে জন্যে বলেছি, 'যথেষ্ট(সংসদ্ বাঙ্গালা অভিধান। পৃষ্টা ৫৯৪) ধৈর্য্য আছে আপনার!'
******************************************************
বাড়িতে শখের বাগান আছে। উঠোনটা শুধু ফাঁকা। ঘরে মা আছে। নিখুঁত চা করেন আমার মা! :-B

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
ছোট্ট হলেও রেশ রয়ে যায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

শ্যামল জাহির বলেছেন: সুন্দর চোখ/মনের সুক্ষ্ম দৃষ্টিতে সুন্দর ভিন্ন আর কি হতে পারে!
ধন্যবাদ কবি।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

জুন বলেছেন: খুব ভালোলাগলো শ্যামল জহির সহজ সরল আপনার কবিতা । কোন কথার মারপ্যাচে ফেলে পাঠকদের মাথা গুলিয়ে দেয়ার কোন প্রচেষ্টা নাই এর জন্য অসংখ্য ধন্যবাদ।
প্লাস দিতে পারছিনা সামুর অসহযোগিতায় :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

শ্যামল জাহির বলেছেন: 'ধন্যবাদ' গৃহীত হলো।
মিছে 'প্লাস' এর সুবিধার বিষয়ে যথেষ্ট সচেতন সামু!

আমিও ধন্যবাদ রাখলাম। :)

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

লাবনী আক্তার বলেছেন: চন্দ্রের টানে স্ফীত হই-
ফিরি ভাটির টানে,
সেই আমায় বুঝে কেবল-
যে আমারে জানে


বাহ! ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

শ্যামল জাহির বলেছেন: ধন্যবাদ!
অনেক ভাল থাকবেন।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

শ্যামল জাহির বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া!

মায়াবী মনে ভাল থাকুন সর্বদা।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

এহসান সাবির বলেছেন: বেশ লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

শ্যামল জাহির বলেছেন: শুভেচ্ছা জানবেন।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.